ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় টাকার জন্য কৃষককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ২৬ বার পড়া হয়েছে

দামুড়হুদায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় মিজানুর রহমান (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মোড়ে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত মিজানুর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে।

আহত মিজানুর রহমানের ছোট ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যায় আমার বাবা নামাজ পড়ে দাদার চায়ের দোকানে আসছিলেন। এসময় একই গ্রমের বকুল হোসেন (৩৫) আমার পিতার সঙ্গে অশালীন আচরণ করেন। কয়েক বছর পূর্বে আমার পিতা কৃষিকাজের জন্য বকুলের নিকট থেকে ৫ হাজার টাকা ধার নেন। বিভিন্ন সময়ে তিনি ধারের টাকা পরিশোধও করেছেন। কিন্তু বকুল সম্পূর্ণ ৫ হাজার টাকা একবারে দিতে বলেন। আমার পিতা এত টাকা দিতে অস্বীকার করলে বকুল একটি টর্চলাইট দিয়ে আমার পিতাকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে গেলে বকুল পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা মিজানুর রহমানকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তাঁকে টর্চ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছি। জরুরি বিভাগ থেকে তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত মিজানুর রহমানের পরিবারের পক্ষ থেকে বকুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলার পরিকল্পনা চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় টাকার জন্য কৃষককে পিটিয়ে আহত

আপলোড টাইম : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

দামুড়হুদায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় মিজানুর রহমান (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মোড়ে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত মিজানুর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে।

আহত মিজানুর রহমানের ছোট ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যায় আমার বাবা নামাজ পড়ে দাদার চায়ের দোকানে আসছিলেন। এসময় একই গ্রমের বকুল হোসেন (৩৫) আমার পিতার সঙ্গে অশালীন আচরণ করেন। কয়েক বছর পূর্বে আমার পিতা কৃষিকাজের জন্য বকুলের নিকট থেকে ৫ হাজার টাকা ধার নেন। বিভিন্ন সময়ে তিনি ধারের টাকা পরিশোধও করেছেন। কিন্তু বকুল সম্পূর্ণ ৫ হাজার টাকা একবারে দিতে বলেন। আমার পিতা এত টাকা দিতে অস্বীকার করলে বকুল একটি টর্চলাইট দিয়ে আমার পিতাকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে গেলে বকুল পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা মিজানুর রহমানকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তাঁকে টর্চ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছি। জরুরি বিভাগ থেকে তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত মিজানুর রহমানের পরিবারের পক্ষ থেকে বকুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলার পরিকল্পনা চলছিল।