ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় গরু চুরির অপবাদ দিয়ে যুবককে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় গরু চুরির অপবাদ দিয়ে মফি (৪০) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতালপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। জখম মফি দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতালপাড়ার মৃত দুলাল মণ্ডলের ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে মফির প্রতিবেশী খোকনের একটি এড়ে গরু চুরি হয়ে যায়। এতে খোকন মফিকে সন্দেহ করতে থাকে। এরই মধ্যে গতকাল রাতে গরু চুরি নিয়ে মফি ও খোকনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে খোকন একটি হাসুয়া দিয়ে মফিকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যক্তিদের সহয়তায় পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় মফিকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পারভেজ বলেন, ‘মফির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামতসহ তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাপসাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১৫টির বেশি সেলাই দেওয়া হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় গরু চুরির অপবাদ দিয়ে যুবককে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৮:২৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় গরু চুরির অপবাদ দিয়ে মফি (৪০) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতালপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। জখম মফি দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতালপাড়ার মৃত দুলাল মণ্ডলের ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে মফির প্রতিবেশী খোকনের একটি এড়ে গরু চুরি হয়ে যায়। এতে খোকন মফিকে সন্দেহ করতে থাকে। এরই মধ্যে গতকাল রাতে গরু চুরি নিয়ে মফি ও খোকনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে খোকন একটি হাসুয়া দিয়ে মফিকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যক্তিদের সহয়তায় পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় মফিকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পারভেজ বলেন, ‘মফির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামতসহ তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাপসাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১৫টির বেশি সেলাই দেওয়া হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।