ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে হাসান আলী (২২), একই উপজেলার গোপালপুর মাঝেরপাড়ার মৃত আব্দুুর রহিমের ছেলে তামিম হোসেন (২১), লক্ষীপুর মোল্লাপাড়ার মৃত ওয়াজ আলী মণ্ডলের ছেলে সাত্তার মন্ডল (৭০) এবং আনসার ফকিরের স্ত্রী সোরাতন বেগম (৫২)।

ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাত হোসেনের নেতৃত্বে গতকাল দুপুর সাড়ে ১২টার থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ২ শ’ ২০ গ্রাম গাঁজাসহ হাসান আলীকে, ৩ শ’ ২০ গ্রাম গাঁজাসহ সাত্তার মণ্ডলকে ও ৫ শ’ ১০ গ্রাম গাঁজাসহ সোরাতন বেগমকে তাদের নিজ নিজ বাড়ি থেকে এবং লক্ষীপুর টুকু কাটার মোড় থেকে ১৫ গ্রাম গাঁজাসহ তামিম হোসেনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ’ টাকা জরিমানা, তামিম হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ’ টাকা জরিমানা, সাত্তার মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শ’ টাকা জরিমানা এবং ছোরাতন বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান

আপলোড টাইম : ০৯:১৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে হাসান আলী (২২), একই উপজেলার গোপালপুর মাঝেরপাড়ার মৃত আব্দুুর রহিমের ছেলে তামিম হোসেন (২১), লক্ষীপুর মোল্লাপাড়ার মৃত ওয়াজ আলী মণ্ডলের ছেলে সাত্তার মন্ডল (৭০) এবং আনসার ফকিরের স্ত্রী সোরাতন বেগম (৫২)।

ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাত হোসেনের নেতৃত্বে গতকাল দুপুর সাড়ে ১২টার থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ২ শ’ ২০ গ্রাম গাঁজাসহ হাসান আলীকে, ৩ শ’ ২০ গ্রাম গাঁজাসহ সাত্তার মণ্ডলকে ও ৫ শ’ ১০ গ্রাম গাঁজাসহ সোরাতন বেগমকে তাদের নিজ নিজ বাড়ি থেকে এবং লক্ষীপুর টুকু কাটার মোড় থেকে ১৫ গ্রাম গাঁজাসহ তামিম হোসেনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ’ টাকা জরিমানা, তামিম হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ’ টাকা জরিমানা, সাত্তার মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শ’ টাকা জরিমানা এবং ছোরাতন বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।