ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদার নতিপোতায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার নতিপোতা গ্রামে বালতির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশু রাফিজা খাতুন নতিপোতা গ্রামের লিটনের মেয়ে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের লিটনের মেয়ে বালতির পানিতে খেলা করছিল। হঠাৎ বালতির পানিতে শিশুটি উল্টে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায়। শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে। নিহতের মা হঠাৎ দেখতে পায় বালতির পানিতে নিহতের পা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখেন শিশুটি উপুড় হয়ে আছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। মুহূর্তেই এলাকায় খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবারই এশার নামাজের পর জানাযা শেষে শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নতিপোতা গ্রামের একটি শিশু বালতির পানিতে ডুবে মারা গেছে। কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার নতিপোতায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড টাইম : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার নতিপোতা গ্রামে বালতির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশু রাফিজা খাতুন নতিপোতা গ্রামের লিটনের মেয়ে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের লিটনের মেয়ে বালতির পানিতে খেলা করছিল। হঠাৎ বালতির পানিতে শিশুটি উল্টে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায়। শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে। নিহতের মা হঠাৎ দেখতে পায় বালতির পানিতে নিহতের পা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখেন শিশুটি উপুড় হয়ে আছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। মুহূর্তেই এলাকায় খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবারই এশার নামাজের পর জানাযা শেষে শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নতিপোতা গ্রামের একটি শিশু বালতির পানিতে ডুবে মারা গেছে। কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।