ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদার জয়রামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার জয়রামপুরে পুকুরের পানিতে ডুবে রাফিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফিয়া উপজেলার জয়রামপুর নোয়াখালী পাড়ার রফিকের মেয়ে। গতকাল রোববার সকাল আটটার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মাঠপাড়ায় (নোয়াখালী পাড়া) এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর নোয়াখালী পাড়ার রফিকের মেয়ে রাফিয়া খাতুন তার মায়ের কাছাকাছি থেকে বাড়ির সামনে উঠানে খেলা করছিল। এ সময় মা উঠানে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। নিমিষেই রাফিয়া তার মায়ের চোখ আড়াল হয়ে যায়। রাফিয়ার মা রাফিয়াকে চোখের সামনে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। তখন বাড়ির লোকজনের সন্দেহ হলে পুকুরে খোঁজা শুরু করেন। পরে পুকুরের পানিতে রাফিয়ার লাশ ভেসে উঠলে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

এলাকাবাসী ধারণা করছেন, সবার অজান্তে শিশুটি বাড়ির সামনে থাকা পুকুরের পাড়ে শানবাধা সিঁড়িতে বসে খেলা করছিল। খেলা করার সময় স্লিপ কেটে পানিতে পড়ে ডুবে যায়। শিশু রাফিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকালই আছরের নামাজের পর নিহত শিশুর জানাযা শেষে জয়রামপুর নোয়াখালী পাড়ার কবরস্থানে দাফনকার্য সম্পন করা হয়।

এদিকে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাফিয়া নামের একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুর পারিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার জয়রামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপলোড টাইম : ০৯:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার জয়রামপুরে পুকুরের পানিতে ডুবে রাফিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফিয়া উপজেলার জয়রামপুর নোয়াখালী পাড়ার রফিকের মেয়ে। গতকাল রোববার সকাল আটটার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মাঠপাড়ায় (নোয়াখালী পাড়া) এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর নোয়াখালী পাড়ার রফিকের মেয়ে রাফিয়া খাতুন তার মায়ের কাছাকাছি থেকে বাড়ির সামনে উঠানে খেলা করছিল। এ সময় মা উঠানে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। নিমিষেই রাফিয়া তার মায়ের চোখ আড়াল হয়ে যায়। রাফিয়ার মা রাফিয়াকে চোখের সামনে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। তখন বাড়ির লোকজনের সন্দেহ হলে পুকুরে খোঁজা শুরু করেন। পরে পুকুরের পানিতে রাফিয়ার লাশ ভেসে উঠলে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

এলাকাবাসী ধারণা করছেন, সবার অজান্তে শিশুটি বাড়ির সামনে থাকা পুকুরের পাড়ে শানবাধা সিঁড়িতে বসে খেলা করছিল। খেলা করার সময় স্লিপ কেটে পানিতে পড়ে ডুবে যায়। শিশু রাফিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকালই আছরের নামাজের পর নিহত শিশুর জানাযা শেষে জয়রামপুর নোয়াখালী পাড়ার কবরস্থানে দাফনকার্য সম্পন করা হয়।

এদিকে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাফিয়া নামের একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুর পারিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।