ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদার চার ইউনিয়নে ভোট আজ

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৭:১৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ৪১ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি এবং দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। গতকাল বুধবার উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার ইসাহক আলী। উপজেলার ৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৯টি। এর মধ্যে দামুড়হুদা সদর ইউনিয়নে ১৩টি, জুড়ানপুরে ১২টি, কার্পাসডাঙ্গায় ১৫টি এবং কুড়ুলগাছি ইউনিয়নে ৯টি। ৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৫০৮। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬২ হাজার ৪৯০ এবং মহিলা ভোটার সংখ্যা ৬১ হাজার ১৮ জন।
দামুড়হুদা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০২ জন। পুরুষ ১৬ হাজার ৬১০ এবং মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ১৯২। জুড়ানপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ১৮১ এবং মহিলা ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৮০। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯২৬ জন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা ১৮ হাজার ১৮২ জন। কুড়ুলগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬১৯। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৯৫৫ এবং মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৬৬৪ জন।
দামুড়হুদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে হযরত আলী নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজি আব্দুল কাদির (আনারস), সহকারী অধ্যাপক শরীফুল আলম মিল্টন (মোটরসাইকেল) এবং ইশা আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক রাজী লড়ছেন হাতপাখা প্রতীক নিয়ে।

জুড়ানপুর ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সোহরাব হোসেন লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অপর ৩ প্রার্থীর মধ্যে ইশা আন্দোলনের প্রার্থী সজিব মাহমুদ (হাতপাখা), জাকের পার্টির মনোনীত প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপফুল) এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে।
কার্পাসডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু। অপর ২ প্রার্থীর মধ্যে আব্দুল করিম আনারস এবং ইশা আন্দোলন মনোনীত আব্দুল কাদির লড়ছেন হাতপাখা প্রতীক নিয়ে।

কুড়ুলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে কাফি উদ্দীন টুটুল লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অপর ৩ প্রার্থীর মধ্যে জামায়াত নেতা সরফরাজ উদ্দীন (আনারস), কামাল উদ্দীন (মোটরসাইকেল) এবং জাকের পার্টি মনোনিত প্রার্থী আক্তারুজ্জামান লড়ছেন গোলাপ ফুল প্রতীক নিয়ে।

দামুড়হুদা সদর ইউনিয়নে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে কেশবপুরের নাসিমা খাতুন (তালগাছ), উজিরপুরের বেবী নাজনীন (হেলিকপ্টার), দামুড়হুদা কুটিরপাড়ার রুপালী খাতুন (বক), উজিরপুরের রুমা খাতুন (মাইক) এবং দামুড়হুদা মাদরাসাপাড়ার সাবিয়া খাতুন (সূর্যমূখি ফুল) প্রতীক।
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে চিৎলা গ্রামের মর্জিনা খাতুন (মাইক), দামুড়হুদা দশমীপাড়ার রাশিদা মমতাজ (বই), দামুড়হুদা দশমীপাড়ার শাহানাজ খাতুন (বক), চিৎলা গ্রামের সেলিনা আক্তার (তালগাছ) এবং বদনপুর গ্রামের হমিদা খাতুন (হেলিকপ্টার) প্রতীক।

সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হাতিভাঙ্গা গ্রামের সখিনা আক্তার (তালগাছ), একই গ্রামের সালেহা খাতুন (বক) এবং মোক্তারপুর গ্রামের হাসিনা খাতুন (সুর্যমূখি ফুল) প্রতীক।
দামুড়হুদা সদর ইউনিয়নে পুরুষ ১ নম্বর সাধারণ ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে উজিরপুরের লিয়াকত আলী মোরগ), একই গ্রামের আছের আলী (আপেল), আব্দুল আজিজ (ভ্যানগাড়ী), ফকিরপাড়ার মশিউর রহমান রানা (তালা), উজিরপুরের রফিকুল ইসলাম (ফুটবল) এবং উজিরপুরের রাজিবুল (টিউবওয়েল) প্রতীক।
২ নম্বর সাধারণ ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে কেশবপুরের বিল্লাল হোসেন (মোরগ), একই গ্রামের সামসুল ইসলাম (ফুটবল) এবং পুড়াপাড়া গ্রামের আব্দুর রশিদ (টিউবওয়েল)।

৩ নম্বর সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে দশমীপাড়ার হাবিবুর রহমান হাবীব (টিউবওয়েল), একই পাড়ার আবুল হাশেম (ফুটবল), নুরুল ইসলাম (মোরগ) এবং বসুতিপাড়ার আজিবার রহমান (ভ্যানগাড়ী)।

৪ নম্বর সাধারণ ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে দামুড়হুদা খানপাড়ার ইউসুফ আলী খান ইছা (তালা), একইপাড়ার ছানোয়ার হোসেন (ভ্যানগাড়ি), একইপাড়ার জাহিদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), বেগোপাড়ার নওশাদ আলী (টিউবওয়েল), মাদরাসাপাড়ার মঈনুদ্দীন (মোরগ) এবং পুরাতন বাজারপাড়ার মুনছুর আলী (ফুটবল)।
৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ৭ জন প্রার্থীর মধ্যে গোবিন্দহুদার আব্দুল করিম (ফুটবল), একই গ্রামের সাবেক মেম্বার আমিনুল হক (তালা), চিৎলা নতুনপাড়ার ওয়াসিম আকরাম (ভ্যানগাড়ি), চিৎলা গ্রামের বকুল হোসেন (মোরগ), গোবিন্দহুদার বজলুর রহমান (টিউবওয়েল), চিৎলার মতিয়ার রহমান (ঘুড়ি) এবং একই গ্রামের মারুফ আহম্মেদ জিহাদ (বৈদ্যুতিক পাখা)।

৬ নম্বর সাধারণ ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে দেউলী গ্রামের আবুল হাচান মো. কামরুজ্জামান (টিউবওয়েল), একই গ্রামের আব্দুর রশিদ মোল্লা ওরফে টেল্কো মোল্লা (বৈদ্যুতিক পাখা), বদনপুর গ্রামের আশরাফুল আলম (মোরগ), দেউলী গ্রামের রাশেদুল ইসলাম (তালা), একই গ্রামের শরিফুল ইসলাম (ফুটবল) এবং একই গ্রামের শাহাজামাল (আপেল)।

৭ নম্বর সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে হাতিভাঙ্গা গ্রামের আজিজুল হক (মোরগ), একই গ্রামের আজিজুল হক (ফুটবল), আব্দুল ওয়াহেদ (তালা) এবং কামরুজ্জামান (টিউবওয়েল)।
৮ নম্বর সাধারণ ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে মোক্তারপুর গ্রামের আসাদুল হক (তালা), আবু বকর সিদ্দিক (মোরগ) এবং হাসান আলী (টিউবওয়েল)।

৯ নম্বর সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল আলিম (মোরগ), একই গ্রামের আব্দুল আলিম (তালা), পাটাচোরা গ্রামের আরিফুল হক (ফুটবল), ওমিদুল হক (ভ্যানগাড়ি) এবং জাহাঙ্গীর আলম (টিউবওয়েল) প্রতীক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার চার ইউনিয়নে ভোট আজ

আপলোড টাইম : ০৭:১৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি এবং দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। গতকাল বুধবার উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার ইসাহক আলী। উপজেলার ৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৯টি। এর মধ্যে দামুড়হুদা সদর ইউনিয়নে ১৩টি, জুড়ানপুরে ১২টি, কার্পাসডাঙ্গায় ১৫টি এবং কুড়ুলগাছি ইউনিয়নে ৯টি। ৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৫০৮। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬২ হাজার ৪৯০ এবং মহিলা ভোটার সংখ্যা ৬১ হাজার ১৮ জন।
দামুড়হুদা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০২ জন। পুরুষ ১৬ হাজার ৬১০ এবং মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ১৯২। জুড়ানপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ১৮১ এবং মহিলা ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৮০। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯২৬ জন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা ১৮ হাজার ১৮২ জন। কুড়ুলগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬১৯। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৯৫৫ এবং মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৬৬৪ জন।
দামুড়হুদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে হযরত আলী নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজি আব্দুল কাদির (আনারস), সহকারী অধ্যাপক শরীফুল আলম মিল্টন (মোটরসাইকেল) এবং ইশা আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক রাজী লড়ছেন হাতপাখা প্রতীক নিয়ে।

জুড়ানপুর ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সোহরাব হোসেন লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অপর ৩ প্রার্থীর মধ্যে ইশা আন্দোলনের প্রার্থী সজিব মাহমুদ (হাতপাখা), জাকের পার্টির মনোনীত প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপফুল) এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে।
কার্পাসডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু। অপর ২ প্রার্থীর মধ্যে আব্দুল করিম আনারস এবং ইশা আন্দোলন মনোনীত আব্দুল কাদির লড়ছেন হাতপাখা প্রতীক নিয়ে।

কুড়ুলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে কাফি উদ্দীন টুটুল লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অপর ৩ প্রার্থীর মধ্যে জামায়াত নেতা সরফরাজ উদ্দীন (আনারস), কামাল উদ্দীন (মোটরসাইকেল) এবং জাকের পার্টি মনোনিত প্রার্থী আক্তারুজ্জামান লড়ছেন গোলাপ ফুল প্রতীক নিয়ে।

দামুড়হুদা সদর ইউনিয়নে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে কেশবপুরের নাসিমা খাতুন (তালগাছ), উজিরপুরের বেবী নাজনীন (হেলিকপ্টার), দামুড়হুদা কুটিরপাড়ার রুপালী খাতুন (বক), উজিরপুরের রুমা খাতুন (মাইক) এবং দামুড়হুদা মাদরাসাপাড়ার সাবিয়া খাতুন (সূর্যমূখি ফুল) প্রতীক।
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে চিৎলা গ্রামের মর্জিনা খাতুন (মাইক), দামুড়হুদা দশমীপাড়ার রাশিদা মমতাজ (বই), দামুড়হুদা দশমীপাড়ার শাহানাজ খাতুন (বক), চিৎলা গ্রামের সেলিনা আক্তার (তালগাছ) এবং বদনপুর গ্রামের হমিদা খাতুন (হেলিকপ্টার) প্রতীক।

সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হাতিভাঙ্গা গ্রামের সখিনা আক্তার (তালগাছ), একই গ্রামের সালেহা খাতুন (বক) এবং মোক্তারপুর গ্রামের হাসিনা খাতুন (সুর্যমূখি ফুল) প্রতীক।
দামুড়হুদা সদর ইউনিয়নে পুরুষ ১ নম্বর সাধারণ ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে উজিরপুরের লিয়াকত আলী মোরগ), একই গ্রামের আছের আলী (আপেল), আব্দুল আজিজ (ভ্যানগাড়ী), ফকিরপাড়ার মশিউর রহমান রানা (তালা), উজিরপুরের রফিকুল ইসলাম (ফুটবল) এবং উজিরপুরের রাজিবুল (টিউবওয়েল) প্রতীক।
২ নম্বর সাধারণ ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে কেশবপুরের বিল্লাল হোসেন (মোরগ), একই গ্রামের সামসুল ইসলাম (ফুটবল) এবং পুড়াপাড়া গ্রামের আব্দুর রশিদ (টিউবওয়েল)।

৩ নম্বর সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে দশমীপাড়ার হাবিবুর রহমান হাবীব (টিউবওয়েল), একই পাড়ার আবুল হাশেম (ফুটবল), নুরুল ইসলাম (মোরগ) এবং বসুতিপাড়ার আজিবার রহমান (ভ্যানগাড়ী)।

৪ নম্বর সাধারণ ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে দামুড়হুদা খানপাড়ার ইউসুফ আলী খান ইছা (তালা), একইপাড়ার ছানোয়ার হোসেন (ভ্যানগাড়ি), একইপাড়ার জাহিদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), বেগোপাড়ার নওশাদ আলী (টিউবওয়েল), মাদরাসাপাড়ার মঈনুদ্দীন (মোরগ) এবং পুরাতন বাজারপাড়ার মুনছুর আলী (ফুটবল)।
৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ৭ জন প্রার্থীর মধ্যে গোবিন্দহুদার আব্দুল করিম (ফুটবল), একই গ্রামের সাবেক মেম্বার আমিনুল হক (তালা), চিৎলা নতুনপাড়ার ওয়াসিম আকরাম (ভ্যানগাড়ি), চিৎলা গ্রামের বকুল হোসেন (মোরগ), গোবিন্দহুদার বজলুর রহমান (টিউবওয়েল), চিৎলার মতিয়ার রহমান (ঘুড়ি) এবং একই গ্রামের মারুফ আহম্মেদ জিহাদ (বৈদ্যুতিক পাখা)।

৬ নম্বর সাধারণ ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে দেউলী গ্রামের আবুল হাচান মো. কামরুজ্জামান (টিউবওয়েল), একই গ্রামের আব্দুর রশিদ মোল্লা ওরফে টেল্কো মোল্লা (বৈদ্যুতিক পাখা), বদনপুর গ্রামের আশরাফুল আলম (মোরগ), দেউলী গ্রামের রাশেদুল ইসলাম (তালা), একই গ্রামের শরিফুল ইসলাম (ফুটবল) এবং একই গ্রামের শাহাজামাল (আপেল)।

৭ নম্বর সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে হাতিভাঙ্গা গ্রামের আজিজুল হক (মোরগ), একই গ্রামের আজিজুল হক (ফুটবল), আব্দুল ওয়াহেদ (তালা) এবং কামরুজ্জামান (টিউবওয়েল)।
৮ নম্বর সাধারণ ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে মোক্তারপুর গ্রামের আসাদুল হক (তালা), আবু বকর সিদ্দিক (মোরগ) এবং হাসান আলী (টিউবওয়েল)।

৯ নম্বর সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল আলিম (মোরগ), একই গ্রামের আব্দুল আলিম (তালা), পাটাচোরা গ্রামের আরিফুল হক (ফুটবল), ওমিদুল হক (ভ্যানগাড়ি) এবং জাহাঙ্গীর আলম (টিউবওয়েল) প্রতীক।