ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদা ও জীবননগরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিবতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর।
দামুড়হুদা:
দামুড়হুদায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী জাত), রোপা আমন ধানের হাইব্রিড ও রোপা আমন (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
এসময় প্রধান অতিথি এমপি আলী আজগার টগর বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিঃসন্দেহে কৃষিবান্ধব সরকার। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, তাই বর্তমান সরকার সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষির ওপর। দামুড়হুদা উপজেলা এখন কৃষিতে সারা বাংলাদেশের মডেল। বর্তমান সরকার কৃষির ওপর প্রচুর ভর্তুকি দিয়ে যাচ্ছে। কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলায় ১ হাজার ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩ শ জনকে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার, পলিথিন, রসি, ছত্রাকনাশক এবং ২ হাজার ৮ শ করে টাকা প্রদান করা হচ্ছে। রোপা আমনের জন্য ১ হাজার ১ শ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হচ্ছে। রোপা আমন হাইব্রিডের জন্য ১৪০ জন কৃষককে ২ কেজি করে ধান বীজ প্রদান করা হয়েছে।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকুসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ, উপকারভোগী কৃষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস।
জীবননগর:
জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ৮৭০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (তদন্ত) মো. আবু সাঈদ, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম ও সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন আক্তার।
জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১ হাজার ৫ শ কৃষককে উফসী আমন ধানের বীজ ৫ কেজি করে, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি দেওয়া হচ্ছে। এছাড়া ২৫০ জন কৃষকের মধ্যে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ২০ বিতরণ করা হয়। আর ১২০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড আমন ধানের বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা ও জীবননগরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি টগর

আপলোড টাইম : ০৬:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিবতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর।
দামুড়হুদা:
দামুড়হুদায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী জাত), রোপা আমন ধানের হাইব্রিড ও রোপা আমন (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
এসময় প্রধান অতিথি এমপি আলী আজগার টগর বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিঃসন্দেহে কৃষিবান্ধব সরকার। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, তাই বর্তমান সরকার সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষির ওপর। দামুড়হুদা উপজেলা এখন কৃষিতে সারা বাংলাদেশের মডেল। বর্তমান সরকার কৃষির ওপর প্রচুর ভর্তুকি দিয়ে যাচ্ছে। কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলায় ১ হাজার ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩ শ জনকে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার, পলিথিন, রসি, ছত্রাকনাশক এবং ২ হাজার ৮ শ করে টাকা প্রদান করা হচ্ছে। রোপা আমনের জন্য ১ হাজার ১ শ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হচ্ছে। রোপা আমন হাইব্রিডের জন্য ১৪০ জন কৃষককে ২ কেজি করে ধান বীজ প্রদান করা হয়েছে।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকুসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ, উপকারভোগী কৃষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস।
জীবননগর:
জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ৮৭০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (তদন্ত) মো. আবু সাঈদ, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম ও সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন আক্তার।
জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১ হাজার ৫ শ কৃষককে উফসী আমন ধানের বীজ ৫ কেজি করে, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি দেওয়া হচ্ছে। এছাড়া ২৫০ জন কৃষকের মধ্যে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ২০ বিতরণ করা হয়। আর ১২০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড আমন ধানের বিতরণ করা হয়।