ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদা ও আলমডাঙ্গার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার করেছেন দুই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ও সাইফুল ইসলাম। গতকাল দামুড়হুদা ও আলমডাঙ্গা প্রেসক্লাবে পৃথকভাবে এ ইফতারের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। গতকাল শনিবার বিকেল পাঁচটায় আলমডাঙ্গা প্রেসক্লাবে এ ইফতারের আয়োজন করা হয়। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন (ওসি) বিল্পব কুমার নাথ।

এসময় তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। বিশেষ করে মাদক নির্মূলে আমি কঠোর অবস্থান নেব। আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথি ছিলেন পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, পরিদর্শক (অপারেশন) একরাম হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, মৌলভী আবুল কাশেম ও শেখ শিফিউজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রুনু খন্দকার, অর্থ সম্পাদক সৈয়দ সাজেদুল হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খন্দকার কাইরুল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান বিশ্বাস, মানবধিকার সম্পাদক অনিক সাইফুল, ধর্মবিষয়ক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল কাশেম টুকু, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, নির্বাহী সদস্য কে এ মান্নান, নির্বাহী সদস্য শাহাবুল হক, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার সদু, সদস্য আব্দুর রাজ্জাক, হাসিবুল ইসলাম, মহসিন আলী হোসেন, সাংবাদিক ফয়সাল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, আলমডাঙ্গা উপজেলায় এক সময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। বর্তমান সরকারের আমলে সন্ত্রাস নির্মূল হয়েছে। তারা পুলিশের পাশে থাকতে চান।

এদিকে, নবাগত ওসির সঙ্গে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের সমাজসেবক উজ্জল হোসেন ও তার সহকর্মীরা সাক্ষাৎ করেছেন। গতকাল সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন উজ্জল হোসেন, ফারুক মাস্টার, মো. নাশির উদ্দিন, নওশাদ আলী, শাহাবুদ্দিন মহুরি, আব্দিল মজিদ, সফিক উদ্দিন, শাহাবুল ইসলাম প্রমুখ।

দামুড়হুদা:

দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এসময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল শনিবার দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে ইফতারের আগে ওসি সাইফুল ইসলামকে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গতকাল ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। এসময় উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দামুড়হুদা প্রেসক্লাবে যেন কোনো হলুদ সাংবাদিকদের ঠাঁই না হয়। সাংবাদিকেরা জাতির বিবেক, তারা সবসময় দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন। আমি আশা করি, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকেরা আগামীতে দেশ ও জনগণের কল্যাণে ভালো কাজের ধারা অব্যাহত রাখবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তাদের লেখনির মাধ্যমে তুলে ধরবে।’

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম, পরিদর্শক (অপারেশন) শফিউল আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আলি আজগার সোনা, সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল, প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুবুর রহমান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, অর্থ সম্পাদক আহাদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক খালেকুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেকিন মিয়া সাগর, নির্বাহী সদস্য আব্দুস সালাম, জাহিদুর রহমান মুকুল, শামসুজ্জোহা পলাশ, সদস্য শমশের আলী, সাংবাদিক সমিতির সহসভাপতি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সুজন, নির্বাহী সদস্য শেখ সালাউদ্দিন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা ও আলমডাঙ্গার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার

আপলোড টাইম : ০৫:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার করেছেন দুই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ও সাইফুল ইসলাম। গতকাল দামুড়হুদা ও আলমডাঙ্গা প্রেসক্লাবে পৃথকভাবে এ ইফতারের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। গতকাল শনিবার বিকেল পাঁচটায় আলমডাঙ্গা প্রেসক্লাবে এ ইফতারের আয়োজন করা হয়। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন (ওসি) বিল্পব কুমার নাথ।

এসময় তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। বিশেষ করে মাদক নির্মূলে আমি কঠোর অবস্থান নেব। আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথি ছিলেন পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, পরিদর্শক (অপারেশন) একরাম হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, মৌলভী আবুল কাশেম ও শেখ শিফিউজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রুনু খন্দকার, অর্থ সম্পাদক সৈয়দ সাজেদুল হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খন্দকার কাইরুল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান বিশ্বাস, মানবধিকার সম্পাদক অনিক সাইফুল, ধর্মবিষয়ক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল কাশেম টুকু, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, নির্বাহী সদস্য কে এ মান্নান, নির্বাহী সদস্য শাহাবুল হক, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার সদু, সদস্য আব্দুর রাজ্জাক, হাসিবুল ইসলাম, মহসিন আলী হোসেন, সাংবাদিক ফয়সাল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, আলমডাঙ্গা উপজেলায় এক সময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। বর্তমান সরকারের আমলে সন্ত্রাস নির্মূল হয়েছে। তারা পুলিশের পাশে থাকতে চান।

এদিকে, নবাগত ওসির সঙ্গে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের সমাজসেবক উজ্জল হোসেন ও তার সহকর্মীরা সাক্ষাৎ করেছেন। গতকাল সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন উজ্জল হোসেন, ফারুক মাস্টার, মো. নাশির উদ্দিন, নওশাদ আলী, শাহাবুদ্দিন মহুরি, আব্দিল মজিদ, সফিক উদ্দিন, শাহাবুল ইসলাম প্রমুখ।

দামুড়হুদা:

দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এসময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল শনিবার দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে ইফতারের আগে ওসি সাইফুল ইসলামকে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গতকাল ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। এসময় উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দামুড়হুদা প্রেসক্লাবে যেন কোনো হলুদ সাংবাদিকদের ঠাঁই না হয়। সাংবাদিকেরা জাতির বিবেক, তারা সবসময় দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন। আমি আশা করি, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকেরা আগামীতে দেশ ও জনগণের কল্যাণে ভালো কাজের ধারা অব্যাহত রাখবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তাদের লেখনির মাধ্যমে তুলে ধরবে।’

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম, পরিদর্শক (অপারেশন) শফিউল আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আলি আজগার সোনা, সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল, প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুবুর রহমান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, অর্থ সম্পাদক আহাদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক খালেকুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেকিন মিয়া সাগর, নির্বাহী সদস্য আব্দুস সালাম, জাহিদুর রহমান মুকুল, শামসুজ্জোহা পলাশ, সদস্য শমশের আলী, সাংবাদিক সমিতির সহসভাপতি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সুজন, নির্বাহী সদস্য শেখ সালাউদ্দিন প্রমুখ।