ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বিএমএর আশঙ্কা প্রকাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখা। গত সোমবার জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল লতিফের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় মেডিকেল অফিসার ডা. রোখসানা খাতুন ওষুধ ব্যবসায়ী মাহমুদ হোসাইন রিপন, সোহান ও চিলা গ্রামের ইমরানসহ কয়েকজন বহিরাগত ব্যক্তি কর্তৃক হামলার শিকার হন। তারা ডা. রোখসানার সাথে অশালীন আচরণ করে। এ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দিলে মাহমুদ হোসাইন রিপন ও সোহানের প্ররোচনায় একদল উচ্ছশৃঙ্খল ও গণউপদ্রবকারী ব্যক্তি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিরাগমনের পথ অবরুদ্ধ করে ডাক্তারদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা স্থান ত্যাগ করে। ওই হাসপাতালের চিকিৎসকবৃন্দের ওপর পুনঃহামলার আশঙ্কা করা হচ্ছে। দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী কার্যকলাপ ও ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। এবং দামুড়হুদা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট এই ঘটনার তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দৈনিক মাথাভাঙ্গায় ২৬ জুন প্রকাশিত বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দামুড়হুদা শাখার বিবৃত্তি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এই বিবৃত্তির আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং তা প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। বিএমডিসি কর্তৃক নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন বয়কট করা অবৈধ। এই বয়কট জনগণের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে। যা নিন্দনীয় ও গর্হিত কাজ বলে বিবেচ্য। চিকিৎসকের নিরাপত্তা বিঘ্নিত হলে চিকিৎসা সেবা কার্যক্রমে অচল অবস্থার সৃষ্টি হবে। তাই জনস্বার্থে এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে দ্রুত ও কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বিএমএর আশঙ্কা প্রকাশ

আপলোড টাইম : ০৪:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখা। গত সোমবার জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল লতিফের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় মেডিকেল অফিসার ডা. রোখসানা খাতুন ওষুধ ব্যবসায়ী মাহমুদ হোসাইন রিপন, সোহান ও চিলা গ্রামের ইমরানসহ কয়েকজন বহিরাগত ব্যক্তি কর্তৃক হামলার শিকার হন। তারা ডা. রোখসানার সাথে অশালীন আচরণ করে। এ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দিলে মাহমুদ হোসাইন রিপন ও সোহানের প্ররোচনায় একদল উচ্ছশৃঙ্খল ও গণউপদ্রবকারী ব্যক্তি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিরাগমনের পথ অবরুদ্ধ করে ডাক্তারদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা স্থান ত্যাগ করে। ওই হাসপাতালের চিকিৎসকবৃন্দের ওপর পুনঃহামলার আশঙ্কা করা হচ্ছে। দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী কার্যকলাপ ও ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। এবং দামুড়হুদা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট এই ঘটনার তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দৈনিক মাথাভাঙ্গায় ২৬ জুন প্রকাশিত বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দামুড়হুদা শাখার বিবৃত্তি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এই বিবৃত্তির আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং তা প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। বিএমডিসি কর্তৃক নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন বয়কট করা অবৈধ। এই বয়কট জনগণের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে। যা নিন্দনীয় ও গর্হিত কাজ বলে বিবেচ্য। চিকিৎসকের নিরাপত্তা বিঘ্নিত হলে চিকিৎসা সেবা কার্যক্রমে অচল অবস্থার সৃষ্টি হবে। তাই জনস্বার্থে এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে দ্রুত ও কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে।