ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদার চারুলিয়ায় সার ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার চারুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে সার ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চারুলিয়া গ্রামের পুলপাড়া এলাকার মৃত নজরুল মাস্টারের ছেলে শওকত আলীর (৬০) সার ও কীটনাশকের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী শওকত আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারুলিয়া গ্রামের শওকত আলী প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে নামাজ পড়তে যাওয়া মুসল্লি ও স্থানীয়দের চিৎকারে ঘুম ভেঙে শওকত আলী দেখেন তার দোকান ও গোডাউন দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানে ক্যাশে থাকা ৫ লাখ টাকা, সার, কীটনাশক ও বীজ পুড়ে ছাই হয়ে যায়।

শওকত আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার দোকানের ক্যাশে প্রায় পাঁচ লাখ টাকা ছিল। আগুনে টাকা, হিসাব খাতাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি শেষ। আমার আর পুঁজি বলতে আর কিছুই রইল না। এই দোকানের কামাই-রোজগার দিয়েই সংসার ও সন্তানের লেখাপড়ার খরচ চালাতাম। এখন কী হবে আল্লাহ ভালো জানেন।’

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছিলাম। তাকে সার্বিক সহযোগিতার জন্যে সর্বাত্মক চেষ্টা করছি।’ তিনি উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন করার অনুরোধ জানান।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কৃষি অফিসারকে জানিয়েছি। রোববার (আজ) সরেজমিনে গিয়ে দেখব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার চারুলিয়ায় সার ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ড

আপলোড টাইম : ০৭:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার চারুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে সার ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চারুলিয়া গ্রামের পুলপাড়া এলাকার মৃত নজরুল মাস্টারের ছেলে শওকত আলীর (৬০) সার ও কীটনাশকের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী শওকত আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারুলিয়া গ্রামের শওকত আলী প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে নামাজ পড়তে যাওয়া মুসল্লি ও স্থানীয়দের চিৎকারে ঘুম ভেঙে শওকত আলী দেখেন তার দোকান ও গোডাউন দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানে ক্যাশে থাকা ৫ লাখ টাকা, সার, কীটনাশক ও বীজ পুড়ে ছাই হয়ে যায়।

শওকত আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার দোকানের ক্যাশে প্রায় পাঁচ লাখ টাকা ছিল। আগুনে টাকা, হিসাব খাতাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি শেষ। আমার আর পুঁজি বলতে আর কিছুই রইল না। এই দোকানের কামাই-রোজগার দিয়েই সংসার ও সন্তানের লেখাপড়ার খরচ চালাতাম। এখন কী হবে আল্লাহ ভালো জানেন।’

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছিলাম। তাকে সার্বিক সহযোগিতার জন্যে সর্বাত্মক চেষ্টা করছি।’ তিনি উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন করার অনুরোধ জানান।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কৃষি অফিসারকে জানিয়েছি। রোববার (আজ) সরেজমিনে গিয়ে দেখব।’