ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদার কাঁঠালতলায় আঞ্চলিক মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা গাঙের ধারে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াটার দিকে গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ ফোর্স। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনার পরের দিন গতকাল দুপুরে পাটখেতে থেকে একটি ব্যাগ, স্কিন টাচ মোবাইল ও কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা জায়, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের কাঁঠালতলায় সড়কের পাশের মোটা গামারি গাছ ব্যাটারিচালিত করাত দিয়ে কেটে রাস্তার ওপর ফেলে ট্রাকের গতিরোধ করে ডাকাতরা। পরে ট্রাকে থাকা মাসুম ও আব্দুলের নিকট থেকে টাকা, মোবাইল ও ব্যাগ ছিনতাই করে। এদিকে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম ও কিলো-২ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডাকাতরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরের দিকে রাস্তার পাশের পাটখেত থেকে ছিনতাই হওয়া একটি ব্যাগ, টাচ মোবাইল ও কাগজপত্র উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।

ভুক্তভোগী টাঙ্গাইলের মাসুম ও আব্দুল হাকিম বলেন, ‘রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে আমি গাড়ি থামালে দুজন দুই দিক দিয়ে হাসুয়া ও লোহার রড দিয়ে আমাদের জিম্মি করে। তারা আমার কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।’ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাস্তার গাছ ফেলে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। তবে আমাদের উপস্থিত টের পেয়ে তার পালিয়ে যায়। ছিনতাইকারীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার কাঁঠালতলায় আঞ্চলিক মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতি

আপলোড টাইম : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা গাঙের ধারে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াটার দিকে গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ ফোর্স। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনার পরের দিন গতকাল দুপুরে পাটখেতে থেকে একটি ব্যাগ, স্কিন টাচ মোবাইল ও কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা জায়, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের কাঁঠালতলায় সড়কের পাশের মোটা গামারি গাছ ব্যাটারিচালিত করাত দিয়ে কেটে রাস্তার ওপর ফেলে ট্রাকের গতিরোধ করে ডাকাতরা। পরে ট্রাকে থাকা মাসুম ও আব্দুলের নিকট থেকে টাকা, মোবাইল ও ব্যাগ ছিনতাই করে। এদিকে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম ও কিলো-২ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডাকাতরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরের দিকে রাস্তার পাশের পাটখেত থেকে ছিনতাই হওয়া একটি ব্যাগ, টাচ মোবাইল ও কাগজপত্র উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।

ভুক্তভোগী টাঙ্গাইলের মাসুম ও আব্দুল হাকিম বলেন, ‘রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে আমি গাড়ি থামালে দুজন দুই দিক দিয়ে হাসুয়া ও লোহার রড দিয়ে আমাদের জিম্মি করে। তারা আমার কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।’ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাস্তার গাছ ফেলে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। তবে আমাদের উপস্থিত টের পেয়ে তার পালিয়ে যায়। ছিনতাইকারীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।