ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় মাসিক খাস বন্দোবস্তে দেওয়া হলো দলকার বিল

প্রতি মাসে দিতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৯২ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার বহুল আলোচিত জলমহল দলকা লক্ষ্মীপুর বিল এবার সরকারিভাবে খাস বন্দোবস্ত পেল দলকা মরাগাংনী মৎস্যজীবি সমবায় সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি মাসিক ১ লাখ ৩০ হাজার টাকা খাস আদায়ে এই বন্দোবস্ত দেয়া হয়।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এই জলমহল দলকার বিল বন্দোবস্ত দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সে মোতাবেক টেন্ডার আহ্বান করা হয়। এতে ৬টি শিডিউল বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে যাচাই-বাছাই শেষে জলমহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বোচ্চ দরদাতা দলকা মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতিকে খাস বন্দোবস্ত দেওয়া হয়। প্রতি মাসে তাদেরকে ১ লাখ ৩০ হাজার টাকা জমা দিতে হবে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও খাস বন্দোবস্ত আদায় কমিটির সদস্যসচিব কে এইচ তাসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বোচ্চ দরদাতা দলকা মরাগাংনী মৎসজীবী সমবায় সমিতিকে খাস বন্দোবস্ত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সরকারি বিধি মেনে ১৪২৫-এর পহেলা বৈশাখ হতে ১৪৩০ বঙ্গাব্দের চৈত্রের শেষ দিন পর্যন্ত হেমায়েতপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে ছয় বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছিল। ইজারা পাওয়ার পর দুই দিনের মাথায় সমিতির সভাপতি কামাল খান জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে সাব লিজ দিয়ে দেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় মাসিক খাস বন্দোবস্তে দেওয়া হলো দলকার বিল

প্রতি মাসে দিতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা

আপলোড টাইম : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলার বহুল আলোচিত জলমহল দলকা লক্ষ্মীপুর বিল এবার সরকারিভাবে খাস বন্দোবস্ত পেল দলকা মরাগাংনী মৎস্যজীবি সমবায় সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি মাসিক ১ লাখ ৩০ হাজার টাকা খাস আদায়ে এই বন্দোবস্ত দেয়া হয়।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এই জলমহল দলকার বিল বন্দোবস্ত দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সে মোতাবেক টেন্ডার আহ্বান করা হয়। এতে ৬টি শিডিউল বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে যাচাই-বাছাই শেষে জলমহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বোচ্চ দরদাতা দলকা মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতিকে খাস বন্দোবস্ত দেওয়া হয়। প্রতি মাসে তাদেরকে ১ লাখ ৩০ হাজার টাকা জমা দিতে হবে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও খাস বন্দোবস্ত আদায় কমিটির সদস্যসচিব কে এইচ তাসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বোচ্চ দরদাতা দলকা মরাগাংনী মৎসজীবী সমবায় সমিতিকে খাস বন্দোবস্ত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সরকারি বিধি মেনে ১৪২৫-এর পহেলা বৈশাখ হতে ১৪৩০ বঙ্গাব্দের চৈত্রের শেষ দিন পর্যন্ত হেমায়েতপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে ছয় বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছিল। ইজারা পাওয়ার পর দুই দিনের মাথায় সমিতির সভাপতি কামাল খান জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে সাব লিজ দিয়ে দেন।