ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় বাসস্ট্যান্ড বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

মোজাম্মেল শিশির:

আজ দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। ভোটের কয়েকদিন পূর্বে থেকেই দামুড়হুদা বাজার এলাকায় ছেয়ে গেছে প্রার্থীদের প্রচারণার পোস্টারে। আজ শনিবার সকাল ১০টা বেলা ৩টা পর্যন্ত এম নুরুন্নবী মার্কেটে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। বাজার কমিটির এই ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।

জানা যায়, দুই বছর মেয়াদী দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির এই নির্বাচনে ৬টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজার কমিটির ২১৩ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ।

বাজার কমিটির এই নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থিতা করছেন সভাপতি পদে আশরাফুল আলম, সহসভাপতি মাকসুদুর রহমান রতন, মুনতাজ আলী ও শাহাজান আলী। সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম, সাদেক আলী ও মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মনিরুল ইসলাম ও রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সাব্বির আহাম্মেদ ও সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে আব্দুল হাই জনি ও ইমান আলী।

নির্বাচন অফিসার উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ বলেন, ‘শুক্রবারেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে। আশা করছি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়েই আমরা ফলাফলের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করতে পারব।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রে পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। বাজার কমিটির এই নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নেই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় বাসস্ট্যান্ড বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

আপলোড টাইম : ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

মোজাম্মেল শিশির:

আজ দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। ভোটের কয়েকদিন পূর্বে থেকেই দামুড়হুদা বাজার এলাকায় ছেয়ে গেছে প্রার্থীদের প্রচারণার পোস্টারে। আজ শনিবার সকাল ১০টা বেলা ৩টা পর্যন্ত এম নুরুন্নবী মার্কেটে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। বাজার কমিটির এই ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।

জানা যায়, দুই বছর মেয়াদী দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির এই নির্বাচনে ৬টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজার কমিটির ২১৩ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ।

বাজার কমিটির এই নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থিতা করছেন সভাপতি পদে আশরাফুল আলম, সহসভাপতি মাকসুদুর রহমান রতন, মুনতাজ আলী ও শাহাজান আলী। সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম, সাদেক আলী ও মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মনিরুল ইসলাম ও রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সাব্বির আহাম্মেদ ও সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে আব্দুল হাই জনি ও ইমান আলী।

নির্বাচন অফিসার উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ বলেন, ‘শুক্রবারেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে। আশা করছি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়েই আমরা ফলাফলের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করতে পারব।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রে পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। বাজার কমিটির এই নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নেই।’