ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির গৃহহীনদের তৃতীয় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এখন আর কে সহযোগিতা করবে সে দিকে কাউকে তাকিয়ে থাকতে হয় না। এখন বাংলাদেশ নিজেদের টাকায় বড় বড় কাজ করতে সক্ষম হয়েছে। এখন মানুষকে আর ক্ষুধার্ত থাকতে হয় না। মানুষের পোশাকেও পরিবর্তন এসেছে। তাই এগুলো দেখেই বোঝা যায় দেশে পরির্বতন এসেছে। এ সরকার দেশে গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে যাদের জমি ঘর কিছুই নেই তাদেরকে জমিসহ ঘর বানিয়ে দিচ্ছে। সবমিলিয়ে দেশ এখন অনেক এগিয়ে।’ অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার হারুন-উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।

            এসময় আরও উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফ আলী, সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সামসুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সমশের আলীসহ গণমান্য ব্যক্তিবর্গ।

দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে আব্দুস সালাম ও একই গ্রামের আমির আলীর ছেলে নাসির উদ্দীন ‘ক’ শ্রেণির অন্তর্ভূক্ত হওয়ায় এই দুজনের দুটি ঘরসহ মোট ৬ শতক সরকারি জমির উপর ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আপলোড টাইম : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির গৃহহীনদের তৃতীয় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এখন আর কে সহযোগিতা করবে সে দিকে কাউকে তাকিয়ে থাকতে হয় না। এখন বাংলাদেশ নিজেদের টাকায় বড় বড় কাজ করতে সক্ষম হয়েছে। এখন মানুষকে আর ক্ষুধার্ত থাকতে হয় না। মানুষের পোশাকেও পরিবর্তন এসেছে। তাই এগুলো দেখেই বোঝা যায় দেশে পরির্বতন এসেছে। এ সরকার দেশে গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে যাদের জমি ঘর কিছুই নেই তাদেরকে জমিসহ ঘর বানিয়ে দিচ্ছে। সবমিলিয়ে দেশ এখন অনেক এগিয়ে।’ অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার হারুন-উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।

            এসময় আরও উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফ আলী, সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সামসুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সমশের আলীসহ গণমান্য ব্যক্তিবর্গ।

দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে আব্দুস সালাম ও একই গ্রামের আমির আলীর ছেলে নাসির উদ্দীন ‘ক’ শ্রেণির অন্তর্ভূক্ত হওয়ায় এই দুজনের দুটি ঘরসহ মোট ৬ শতক সরকারি জমির উপর ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।