ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে সাদিকুর রহমান (১৮), জাহান আলী (৫৫) এবং তাজনাহার খাতুনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার রেজাউল (৪০), হাবিবুর (৪৫), আলমগীরসহ (৩৫) কয়েক জনের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সাদিকুর আব্দুল কুদ্দুসের ছেলে, জাহান আলী মৃত ফরতুল্লা মন্ডলের ছেলে এবং তাজনাহার খাতুন আব্দুল কুদ্দুসের স্ত্রী।

সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বিকেল পাঁচটার দিকে একই এলাকার তোফাজ্জলের ছেলে রেজাউল, হাবিবুর, শাহাবুদ্দিনের ছেলে আলমগীরসহ আরও কয়েক জন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা চালায়। এসময় হাসুয়া ও কাঠের তৈরি লাঠি দিয়ে মারধর করে। এতে সাদিকুর, জাহান ও তাজনাহার আহত হয়। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোরশেদ আলম তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

আহত সাদিকুরের ফুফু পপি বলেন, আমার ভাইয়ের ছেলে সাদিকুরের একটা মামলা আছে। আমার ভাইয়ের ছেলে মামলাটির রেজাউলকে তুলে নিতে বলে। কিন্তু রেজাউল মামলা তুলতে রাজি হয়নি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। দুই পক্ষেরই অনেকেই সেখানে উপস্থিত ছিল। পরে আমরা দুই পক্ষ নিজেদের বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পর তারা দেশীয় অস্ত্র হাসুয়া ও কাঠের লাঠি নিয়ে আমার ভাইয়ের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় আমার ভাইয়ের ছেলে, তার স্ত্রী ও আরেক ভাই আহত হয়।
অপরপক্ষের খোদাবক্সের স্ত্রী দেলোয়ারা খাতুন বলেন, সারাদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে। সাদিকুর রেজাউলকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে সারাদিন ধরেই। বেশ কয়েকবার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছে। এর একপর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আমাদের পক্ষেরও দুজন আহত হয়েছে। তারা হলেন আলাউদ্দিনের দুই ছেলে নুর হুদা (৪০) ও বাবু (৩৫)। বর্তমানে তারা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে জখমের ঘটনা আছে। ঘটনাস্থলে পুলিশের টিম উপস্থিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম!

আপলোড টাইম : ০৮:২১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে সাদিকুর রহমান (১৮), জাহান আলী (৫৫) এবং তাজনাহার খাতুনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার রেজাউল (৪০), হাবিবুর (৪৫), আলমগীরসহ (৩৫) কয়েক জনের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সাদিকুর আব্দুল কুদ্দুসের ছেলে, জাহান আলী মৃত ফরতুল্লা মন্ডলের ছেলে এবং তাজনাহার খাতুন আব্দুল কুদ্দুসের স্ত্রী।

সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বিকেল পাঁচটার দিকে একই এলাকার তোফাজ্জলের ছেলে রেজাউল, হাবিবুর, শাহাবুদ্দিনের ছেলে আলমগীরসহ আরও কয়েক জন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা চালায়। এসময় হাসুয়া ও কাঠের তৈরি লাঠি দিয়ে মারধর করে। এতে সাদিকুর, জাহান ও তাজনাহার আহত হয়। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোরশেদ আলম তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

আহত সাদিকুরের ফুফু পপি বলেন, আমার ভাইয়ের ছেলে সাদিকুরের একটা মামলা আছে। আমার ভাইয়ের ছেলে মামলাটির রেজাউলকে তুলে নিতে বলে। কিন্তু রেজাউল মামলা তুলতে রাজি হয়নি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। দুই পক্ষেরই অনেকেই সেখানে উপস্থিত ছিল। পরে আমরা দুই পক্ষ নিজেদের বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পর তারা দেশীয় অস্ত্র হাসুয়া ও কাঠের লাঠি নিয়ে আমার ভাইয়ের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় আমার ভাইয়ের ছেলে, তার স্ত্রী ও আরেক ভাই আহত হয়।
অপরপক্ষের খোদাবক্সের স্ত্রী দেলোয়ারা খাতুন বলেন, সারাদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে। সাদিকুর রেজাউলকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে সারাদিন ধরেই। বেশ কয়েকবার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছে। এর একপর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আমাদের পক্ষেরও দুজন আহত হয়েছে। তারা হলেন আলাউদ্দিনের দুই ছেলে নুর হুদা (৪০) ও বাবু (৩৫)। বর্তমানে তারা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে জখমের ঘটনা আছে। ঘটনাস্থলে পুলিশের টিম উপস্থিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।