ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

দামুড়হুদায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মাজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের উচ্চশিক্ষা গ্রহণ, সরকারের বিভিন্ন টোল ফ্রি নম্বর, কমিউনিটি ক্লিনিকের সেবা, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোকপাত করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর ও খন্দকার আফরোজ্জামান। অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিকসহ ১৪০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

আপলোড টাইম : ০৭:১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

দামুড়হুদায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মাজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের উচ্চশিক্ষা গ্রহণ, সরকারের বিভিন্ন টোল ফ্রি নম্বর, কমিউনিটি ক্লিনিকের সেবা, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোকপাত করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর ও খন্দকার আফরোজ্জামান। অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিকসহ ১৪০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।