ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

দামুড়হুদায় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হাসান (১১) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুরে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ট্রাকের চাকায় পিষ্ট রাব্বি লোকনাথপুর গ্রামের মাঝেরপাড়ার দিনমজুর মাহাবুল ইসলামের ছেলে ও লোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে রাব্বি নিজের সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। বেলা তিনটার দিকে লোকনাথপুর গ্রামের পোল্ট্রি মুরগির ফার্মের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল সে। এসময় মাটিভর্তি একটি ট্রাক্টর রাব্বিকে ধাক্কা দিলে ট্রাক্টরের সামনের চাকা রাব্বির একটি পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রাব্বির বাম-পা গুরুতর জখম হয় ও পায়ের হাড় ভেঙে যায়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত শিশু রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, ‘বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নেয়। তাঁর বাম পায়ের হাড় দুই স্থানে ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু গুরুতর জখম

আপলোড টাইম : ১০:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

দামুড়হুদায় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হাসান (১১) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুরে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ট্রাকের চাকায় পিষ্ট রাব্বি লোকনাথপুর গ্রামের মাঝেরপাড়ার দিনমজুর মাহাবুল ইসলামের ছেলে ও লোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে রাব্বি নিজের সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। বেলা তিনটার দিকে লোকনাথপুর গ্রামের পোল্ট্রি মুরগির ফার্মের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল সে। এসময় মাটিভর্তি একটি ট্রাক্টর রাব্বিকে ধাক্কা দিলে ট্রাক্টরের সামনের চাকা রাব্বির একটি পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রাব্বির বাম-পা গুরুতর জখম হয় ও পায়ের হাড় ভেঙে যায়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত শিশু রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, ‘বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নেয়। তাঁর বাম পায়ের হাড় দুই স্থানে ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’