ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় চার বিঘা পেঁপে গাছ কেটে দেয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার পরানপুর মাঠে চার বিঘা জমির পেঁপে গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো নতুনপাড়া গ্রামের মো. আমির বিশ্বাসের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কলোনিপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম বাবলু। এ ঘটনায় তার ছেলে জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের কাছ থেকে ৬ মাস আগে বাবলু পেঁপে বাগানসহ ৫ বিঘা জমি লিজ নেন। শর্ত ছিল টাকা ফেরত দিলে তিনি জমি ফেরত পাবেন। কিন্তু হঠাৎ জাকির হোসেন চুক্তিনামা থেকে আরও তিন লাখ টাকা বেশি দাবি করেন। বাবলুু টাকা দিতে রাজি না হলে জাকির হোসেন পেঁপে গাছ কেটে দেওয়ার হুমকি দেন। গতকাল সকালে বাবলুু বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার ৪ বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে। এতে বাবলুুর ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে জাহাঙ্গীর আলম মানিক বলেন, ‘এই ঘটনার পর আমার বাবা অসুস্থ হয়ে পরেছেন। এমন জঘন্যতম কাজের জন্য জাকির হোসেনের বিরুদ্ধে আমি দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’ এ বিষয়ে জাকির হোসেনের সঙ্গে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় চার বিঘা পেঁপে গাছ কেটে দেয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৮:১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার পরানপুর মাঠে চার বিঘা জমির পেঁপে গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো নতুনপাড়া গ্রামের মো. আমির বিশ্বাসের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কলোনিপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম বাবলু। এ ঘটনায় তার ছেলে জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের কাছ থেকে ৬ মাস আগে বাবলু পেঁপে বাগানসহ ৫ বিঘা জমি লিজ নেন। শর্ত ছিল টাকা ফেরত দিলে তিনি জমি ফেরত পাবেন। কিন্তু হঠাৎ জাকির হোসেন চুক্তিনামা থেকে আরও তিন লাখ টাকা বেশি দাবি করেন। বাবলুু টাকা দিতে রাজি না হলে জাকির হোসেন পেঁপে গাছ কেটে দেওয়ার হুমকি দেন। গতকাল সকালে বাবলুু বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার ৪ বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে। এতে বাবলুুর ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে জাহাঙ্গীর আলম মানিক বলেন, ‘এই ঘটনার পর আমার বাবা অসুস্থ হয়ে পরেছেন। এমন জঘন্যতম কাজের জন্য জাকির হোসেনের বিরুদ্ধে আমি দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’ এ বিষয়ে জাকির হোসেনের সঙ্গে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’