ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমানে দেশের গ্রামাঞ্চলের যে চিত্র আমরা দেখি, তা কিন্তু আগের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখন অনেক উন্নয়ন হয়েছে। সংবিধানে যেমন সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, আবার পিছিয়ে পড়া জনগণের জন্য অগ্রধিকার ভিত্তিতে নারী, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় যারা আছে, তাদের জন্য বিশেষ প্রকল্প আছে। আমাদের এই দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেকেই অনেক ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে ২০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মধ্যে ১৮টি হুইলচেয়ার, মহিলাদের মধ্যে ১৭টি সেলাই মেশিন ও ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯২ হাজার ৪০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।’
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য ১৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে বাসভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাওলানা মো. মামুনুর রশীদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

আপলোড টাইম : ০৩:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমানে দেশের গ্রামাঞ্চলের যে চিত্র আমরা দেখি, তা কিন্তু আগের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখন অনেক উন্নয়ন হয়েছে। সংবিধানে যেমন সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, আবার পিছিয়ে পড়া জনগণের জন্য অগ্রধিকার ভিত্তিতে নারী, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় যারা আছে, তাদের জন্য বিশেষ প্রকল্প আছে। আমাদের এই দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেকেই অনেক ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে ২০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মধ্যে ১৮টি হুইলচেয়ার, মহিলাদের মধ্যে ১৭টি সেলাই মেশিন ও ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯২ হাজার ৪০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।’
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য ১৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে বাসভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাওলানা মো. মামুনুর রশীদ।