ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন নেতৃবৃন্দ

দলীয় প্রার্থী সরে যাওয়ায় নৌকা প্রতীকের সমর্থন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে


প্রতিবেদক, দামুড়হুদা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী সরে দাঁড়ানোয় দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির নেতারা নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগরকে তাঁরা সমর্থন করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে তাদের কোনো প্রার্থী না থাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা এই সিদ্ধান্ত নেন। উপজেলা কৃষক পার্টির সভাপতি আবু জাফর বলেন, নৌকা প্রতীক স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখত নৌকা প্রতীক সমর্থন দেওয়া হলো।
এসময় আরও বক্তব্য দেন দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সভাপতি ডা. আব্দুল ওহাব, নাটুদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও হাউলী ইউনিয়নের সভাপতি সাকিবুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সদস্য রাশেদ, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, গোলজার হোসেন, আলী আহেম্মদ, সাইফুল, রবিউল ইসলাম প্রমুখ। পরে তারা দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক হাউলি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের হাতে হাত দিয়ে নৌকার প্রতি সমর্থন জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান এবং নৌকা প্রতীককে জয়লাভ করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। এসম তিনি সকলের হাতে নৌকার হ্যান্ডবিল ও পোস্টার তুলে দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন নেতৃবৃন্দ

দলীয় প্রার্থী সরে যাওয়ায় নৌকা প্রতীকের সমর্থন

আপলোড টাইম : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪


প্রতিবেদক, দামুড়হুদা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী সরে দাঁড়ানোয় দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির নেতারা নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগরকে তাঁরা সমর্থন করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে তাদের কোনো প্রার্থী না থাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা এই সিদ্ধান্ত নেন। উপজেলা কৃষক পার্টির সভাপতি আবু জাফর বলেন, নৌকা প্রতীক স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখত নৌকা প্রতীক সমর্থন দেওয়া হলো।
এসময় আরও বক্তব্য দেন দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সভাপতি ডা. আব্দুল ওহাব, নাটুদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও হাউলী ইউনিয়নের সভাপতি সাকিবুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সদস্য রাশেদ, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, গোলজার হোসেন, আলী আহেম্মদ, সাইফুল, রবিউল ইসলাম প্রমুখ। পরে তারা দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক হাউলি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের হাতে হাত দিয়ে নৌকার প্রতি সমর্থন জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান এবং নৌকা প্রতীককে জয়লাভ করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। এসম তিনি সকলের হাতে নৌকার হ্যান্ডবিল ও পোস্টার তুলে দেন।