ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনা-হিজলগাড়ী সড়কে অভিনব কৌশলে দিন-দুপুরে ছিনতাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা-হিজলগাড়ী সড়কে অভিনব কৌশলে দিন-দুপুরে ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইয়ের কবলে পড়া ভুক্তভোগী নারীর ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ১২ হাজার টাকাসহ স্বর্ণের তৈরি হাতের বালা, নাকফুল, কানের দুল, চেইন ও আংটি খোয়া যায়। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের আমতলা পাড়ার প্রবাসী বিল্লালের স্ত্রী ও তার ভাই আবুলের স্ত্রী কন্যা-পুত্র নিয়ে কোটচাঁদপুর আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য দর্শনার উদ্দেশে পাখিভ্যানযোগে রওনা দেয়। এসময় দর্শনা-হিজলগাড়ী সড়কের দুধপাতিলা দোয়েল ইটভাটার নিকট পৌঁছালে পিছনের দিক থেকে একজন চালক ও একজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল এসে অভিনব কৌশলে চলন্ত ভ্যানে বসে থাকা প্রবাসী বিল্লালের স্ত্রীর হাতের ভ্যানিটি ব্যাগ টেনে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এসময় ভ্যান থেকে পড়ে ভুক্তভোগী নারী গুরুতর আহত হয়। পরে দর্শনা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
ভুক্তোভগী নারীর পরিবারের সদস্যরা জানান, ভ্যানিটি ব্যাগে নগদ ১২ হাজার টাকা ও স্বর্ণের তৈরি একজোড়া হাতের বালা, একটি নাকফুল, একজোড়া কানের দুল, একটি চেইন ও দুটি আংটিসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল ছিল।

এ ঘটনায় দর্শনা থানা পুলিশের সেকেন্ড অফিসার আহম্মদ আলী বলেন, ঘটনাস্থল দামুড়হুদা থানার আওতায় হওয়ায় ভুক্তভোগীদের সেখানে পাঠানো হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ধরণের একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসেছিল। আমরা শোনার পরে মালামাল উদ্ধারের অভিযান চালানো হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা-হিজলগাড়ী সড়কে অভিনব কৌশলে দিন-দুপুরে ছিনতাই

আপলোড টাইম : ০৮:৫০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা-হিজলগাড়ী সড়কে অভিনব কৌশলে দিন-দুপুরে ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইয়ের কবলে পড়া ভুক্তভোগী নারীর ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ১২ হাজার টাকাসহ স্বর্ণের তৈরি হাতের বালা, নাকফুল, কানের দুল, চেইন ও আংটি খোয়া যায়। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের আমতলা পাড়ার প্রবাসী বিল্লালের স্ত্রী ও তার ভাই আবুলের স্ত্রী কন্যা-পুত্র নিয়ে কোটচাঁদপুর আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য দর্শনার উদ্দেশে পাখিভ্যানযোগে রওনা দেয়। এসময় দর্শনা-হিজলগাড়ী সড়কের দুধপাতিলা দোয়েল ইটভাটার নিকট পৌঁছালে পিছনের দিক থেকে একজন চালক ও একজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল এসে অভিনব কৌশলে চলন্ত ভ্যানে বসে থাকা প্রবাসী বিল্লালের স্ত্রীর হাতের ভ্যানিটি ব্যাগ টেনে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এসময় ভ্যান থেকে পড়ে ভুক্তভোগী নারী গুরুতর আহত হয়। পরে দর্শনা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
ভুক্তোভগী নারীর পরিবারের সদস্যরা জানান, ভ্যানিটি ব্যাগে নগদ ১২ হাজার টাকা ও স্বর্ণের তৈরি একজোড়া হাতের বালা, একটি নাকফুল, একজোড়া কানের দুল, একটি চেইন ও দুটি আংটিসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল ছিল।

এ ঘটনায় দর্শনা থানা পুলিশের সেকেন্ড অফিসার আহম্মদ আলী বলেন, ঘটনাস্থল দামুড়হুদা থানার আওতায় হওয়ায় ভুক্তভোগীদের সেখানে পাঠানো হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ধরণের একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসেছিল। আমরা শোনার পরে মালামাল উদ্ধারের অভিযান চালানো হচ্ছে।