ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনা সীমান্তে মোটরসাইকেলে করে সোনা পাচারকালে বিজিবির অভিযান

১৬ কোটি টাকার ৯৬টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে মোটরাসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে এক পাচারকারীকে। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। আটক নাজমুল ইসলাম (৩১) দর্শনা শ্যামপুরের আসাদুল হকের ছেলে। দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

প্রেস বিফ্রিংয়ে বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে দামুড়হুদার রুদ্রনগর গ্রামে অবস্থান নেয় সুলতানপুর বিওপির একটি আভিযানিক দল। এসময় দর্শনা থেকে কার্পাসডাঙ্গার দিকে যাওয়া একটি সন্দেহজনক মোটরসাইকেল গতিরোধ করেন বিজিবি সদস্যরা। তখন ওই আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরাসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ৭টি প্যাকেটে মোড়ানো ছোট-বড় ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক প্রায় ১৬ কোটি টাকা। এ ঘটনায় সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় নির্বাচনে নিরাপত্তা বিধানে বিজিবি কাজ করবে। এই সুযোগে সীমান্ত এলাকায় কেউ কোনো অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে। বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষিত রাখার দায়িত্বও পালন করবেন। প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা সীমান্তে মোটরসাইকেলে করে সোনা পাচারকালে বিজিবির অভিযান

১৬ কোটি টাকার ৯৬টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক

আপলোড টাইম : ০৯:১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে মোটরাসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে এক পাচারকারীকে। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। আটক নাজমুল ইসলাম (৩১) দর্শনা শ্যামপুরের আসাদুল হকের ছেলে। দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

প্রেস বিফ্রিংয়ে বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে দামুড়হুদার রুদ্রনগর গ্রামে অবস্থান নেয় সুলতানপুর বিওপির একটি আভিযানিক দল। এসময় দর্শনা থেকে কার্পাসডাঙ্গার দিকে যাওয়া একটি সন্দেহজনক মোটরসাইকেল গতিরোধ করেন বিজিবি সদস্যরা। তখন ওই আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরাসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ৭টি প্যাকেটে মোড়ানো ছোট-বড় ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক প্রায় ১৬ কোটি টাকা। এ ঘটনায় সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় নির্বাচনে নিরাপত্তা বিধানে বিজিবি কাজ করবে। এই সুযোগে সীমান্ত এলাকায় কেউ কোনো অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে। বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষিত রাখার দায়িত্বও পালন করবেন। প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী উপস্থিত ছিলেন।