ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনা সীমান্তে চার লক্ষাধিক নগদ টাকাসহ একজন আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে চার লক্ষাধিক নগদ টাকাসহ মতিয়ার রহমান ওরফে সাহেব আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে ৬ বিজিবি। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত মতিয়ার রহমান ওরফে সাহেব আলী দর্শনা থানার জয়নগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানের নির্দেশে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মতিয়ার রহমান ওরফে সাহেব আলীকে আটক করে। এসময় তাঁর দেহ তল্লাশী করে নগদ বাংলাদেশি ৪ লাখ ১৮ হাজার ২৩০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সুলতানপুর বিওপির নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা সীমান্তে চার লক্ষাধিক নগদ টাকাসহ একজন আটক

আপলোড টাইম : ০৭:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে চার লক্ষাধিক নগদ টাকাসহ মতিয়ার রহমান ওরফে সাহেব আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে ৬ বিজিবি। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত মতিয়ার রহমান ওরফে সাহেব আলী দর্শনা থানার জয়নগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানের নির্দেশে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মতিয়ার রহমান ওরফে সাহেব আলীকে আটক করে। এসময় তাঁর দেহ তল্লাশী করে নগদ বাংলাদেশি ৪ লাখ ১৮ হাজার ২৩০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সুলতানপুর বিওপির নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।