ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনা বন্দরে কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন সোনিয়া বাঁশফোড়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
হরিজন সম্প্রদায়ের নারী সোনিয়া বাঁশফোড়। ১৫ বছর ধরে দর্শনা বন্দরে একটি পাবলিক টয়লেট লিজ নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। সারাদিনে আয় করেন ৩ শ থেকে ৪ শ টাকা। সংসারে অভাব থাকলেও লোভ নেই তার। গতকাল শুক্রবার দুপুরে তিনি কুড়িয়ে পেয়েছিলেন নগদ এক লাখ টাকা। কুড়িয়ে পাওয়া সেই টাকা ফেরত দিয়ে এখন প্রশংসায় ভাসছেন সোনিয়া বাঁশফোড়।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে দর্শনা বন্দরে বেড়াতে আসেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বাজারের শিক্ষক ও বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান। তিনি দর্শনা বন্দরের সোনিয়া বাঁশফোড়ের লিজ নেওয়া পাবলিক টয়লেট ব্যবহার করেন। এসময় হাফিজুর রহমান তার সঙ্গে থাকা এক লাখ টাকাসহ একটি ব্যাগ সেখানে ভুলে ফেলে রেখে চলে যান। এদিকে, সোনিয়া বাঁশফোড় ব্যাগটি সেখানে পড়ে থাকতে দেখে যত্নে তুলে রাখেন। প্রায় আধাঘণ্টা পরে হাফিজুর রহমান ফেলে যাওয়া ব্যাগটি সেখানে খুঁজতে আসেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে সঠিক তথ্য দিয়ে এক লাখ টাকাসহ নিজের ব্যাগটি ফিরে পান হাফিজুর রহমান। ব্যাগটি ফিরে পেয়ে তিনি অনন্দে কেঁদে ফেলেন।
হাফিজুর রহমান বলেন, ‘ব্যাগে এক লাখ টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়ায় যাচ্ছিলাম বীজ কেনার জন্য। পথের মধ্যে দর্শনা বন্দরে এসেছিলাম একটু ঘুরার জন্য। এরপর টয়লেটে গেলে সেখানে ব্যাগটি ফেলে যাই, মনে ছিল না। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর ব্যাগের কথা মনে পড়ে। তখন ছুটে আসি। এই দিদি যে মহত্ত্ব দেখিয়েছে, তাতে আমি অভিভূত।‘
টাকাসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়ে খুশি সোনিয়া বাঁশফোড়। তিনি বলেন, ‘টয়লেটে কাজ করি। এটা আমার রুটি-রুজি। ব্যাগ আর টাকাতো অন্যের, এটা আমি নেব কেন? আমি তুলে রেখেছি এরপর ফেরত দিয়েছি। এর আগে মোবাইল ও সোনার আংটিও পেয়েছিলাম, সেগুলোও ফেরত দিয়েছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা বন্দরে কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন সোনিয়া বাঁশফোড়

আপলোড টাইম : ০২:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
হরিজন সম্প্রদায়ের নারী সোনিয়া বাঁশফোড়। ১৫ বছর ধরে দর্শনা বন্দরে একটি পাবলিক টয়লেট লিজ নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। সারাদিনে আয় করেন ৩ শ থেকে ৪ শ টাকা। সংসারে অভাব থাকলেও লোভ নেই তার। গতকাল শুক্রবার দুপুরে তিনি কুড়িয়ে পেয়েছিলেন নগদ এক লাখ টাকা। কুড়িয়ে পাওয়া সেই টাকা ফেরত দিয়ে এখন প্রশংসায় ভাসছেন সোনিয়া বাঁশফোড়।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে দর্শনা বন্দরে বেড়াতে আসেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বাজারের শিক্ষক ও বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান। তিনি দর্শনা বন্দরের সোনিয়া বাঁশফোড়ের লিজ নেওয়া পাবলিক টয়লেট ব্যবহার করেন। এসময় হাফিজুর রহমান তার সঙ্গে থাকা এক লাখ টাকাসহ একটি ব্যাগ সেখানে ভুলে ফেলে রেখে চলে যান। এদিকে, সোনিয়া বাঁশফোড় ব্যাগটি সেখানে পড়ে থাকতে দেখে যত্নে তুলে রাখেন। প্রায় আধাঘণ্টা পরে হাফিজুর রহমান ফেলে যাওয়া ব্যাগটি সেখানে খুঁজতে আসেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে সঠিক তথ্য দিয়ে এক লাখ টাকাসহ নিজের ব্যাগটি ফিরে পান হাফিজুর রহমান। ব্যাগটি ফিরে পেয়ে তিনি অনন্দে কেঁদে ফেলেন।
হাফিজুর রহমান বলেন, ‘ব্যাগে এক লাখ টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়ায় যাচ্ছিলাম বীজ কেনার জন্য। পথের মধ্যে দর্শনা বন্দরে এসেছিলাম একটু ঘুরার জন্য। এরপর টয়লেটে গেলে সেখানে ব্যাগটি ফেলে যাই, মনে ছিল না। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর ব্যাগের কথা মনে পড়ে। তখন ছুটে আসি। এই দিদি যে মহত্ত্ব দেখিয়েছে, তাতে আমি অভিভূত।‘
টাকাসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়ে খুশি সোনিয়া বাঁশফোড়। তিনি বলেন, ‘টয়লেটে কাজ করি। এটা আমার রুটি-রুজি। ব্যাগ আর টাকাতো অন্যের, এটা আমি নেব কেন? আমি তুলে রেখেছি এরপর ফেরত দিয়েছি। এর আগে মোবাইল ও সোনার আংটিও পেয়েছিলাম, সেগুলোও ফেরত দিয়েছি।’