ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনা পৌর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / ৪৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দর্শনা খেলাঘর একাদশের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা পৌর মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কুড়ুলগাছি একাদশ বনাম আন্দুলবাড়ীয়া একাদশ অংশ নেয়। এ খেলায় উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলের সুযোগ পেয়েও কেউ কোনো গোলের দেখা পায়নি। ফলে খেলাটি টাইব্রেকারে গড়াই। উভয় পক্ষকে ৫টি করে বল গোলে শ্যুট করার সুযোগ দেওয়া হলে কুড়ুলগাছী একাদশ ৩-২ গোলে আন্দুলবাড়ীয়া একাদশকে পরাজিত করে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দর্শনা কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দর্শনা খেলাঘর একাদশ। দীর্ঘ প্রায় দুই মাস ধরে অনুষ্ঠিত ফুটবল খেলার চূড়ান্ত আবসান হলো। ফাইনাল খেলায় দর্শনা কলেজ চত্বর এলাকায় পৌর মাঠের চারপাশে দর্শক ছিল কানাই কানাই পূর্ণ। হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।

এ ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু চিনিকলের উপ-ব্যবস্থাপক শেখ শাহাবুদ্দিন, বীর মুক্তযোদ্ধা অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম, কাউন্সিলর সাব্বির হোসেন মিকা, সুরাতন বেগম, দর্শনা পুরাতন বাজার কমিটির সভাপতি আশরাফ আলম বাবু, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন আর রশিদ ও পূর্বরামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। খেলা পরিচালনা করেন নিপুন ও সহকারী পরিচালক ছিলেন সুবাব ও আলো। ধারাভাষ্য প্রদান করেন শামীম খান ও জুয়েল মাস্টার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা পৌর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দর্শনা খেলাঘর একাদশের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা পৌর মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কুড়ুলগাছি একাদশ বনাম আন্দুলবাড়ীয়া একাদশ অংশ নেয়। এ খেলায় উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলের সুযোগ পেয়েও কেউ কোনো গোলের দেখা পায়নি। ফলে খেলাটি টাইব্রেকারে গড়াই। উভয় পক্ষকে ৫টি করে বল গোলে শ্যুট করার সুযোগ দেওয়া হলে কুড়ুলগাছী একাদশ ৩-২ গোলে আন্দুলবাড়ীয়া একাদশকে পরাজিত করে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দর্শনা কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দর্শনা খেলাঘর একাদশ। দীর্ঘ প্রায় দুই মাস ধরে অনুষ্ঠিত ফুটবল খেলার চূড়ান্ত আবসান হলো। ফাইনাল খেলায় দর্শনা কলেজ চত্বর এলাকায় পৌর মাঠের চারপাশে দর্শক ছিল কানাই কানাই পূর্ণ। হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।

এ ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু চিনিকলের উপ-ব্যবস্থাপক শেখ শাহাবুদ্দিন, বীর মুক্তযোদ্ধা অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম, কাউন্সিলর সাব্বির হোসেন মিকা, সুরাতন বেগম, দর্শনা পুরাতন বাজার কমিটির সভাপতি আশরাফ আলম বাবু, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন আর রশিদ ও পূর্বরামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। খেলা পরিচালনা করেন নিপুন ও সহকারী পরিচালক ছিলেন সুবাব ও আলো। ধারাভাষ্য প্রদান করেন শামীম খান ও জুয়েল মাস্টার।