ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনা থেকে মোটরসাইকেলযোগে টেকনাফে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:

দর্শনা থেকে মোটরসাইকেলযোগে টেকনাফে যাওয়ার পথে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভির রহমান লিট্টু (১৯) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিট্টু চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝেরপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লিট্টুসহ তাঁর চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলযোগে টেকনাফে বেড়ানোর উদ্দেশ্যে নিজবাড়ি দর্শনা থেকে রওনা দেন। পথের মধ্যে গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন লিট্টু। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিট্টুর। এ ঘটনায় সড়কের পাশে গুরুতর আহত হয়ে পড়ে যান তাঁর বন্ধু দর্শনা মোবারকপাড়ার মোজাফ্ফর হোসেনের ছেলে সাদেক (২০)। পথচারীরা আহত সাদেককে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে কুমিল্লা জেলার হাইওয়ে পুলিশ নিহত লিট্টুর লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় গতকাল দুপুরের দিকে লিট্টুর লাশ তার সঙ্গে থাকা আপন চাচাতো ভাই তৌহিদ ও অপর বন্ধু জয়ের নিকট হস্তান্তর করে।

এদিকে, লিট্টুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গোটা গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁর লাশ নিজবাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দক্ষিণ চাঁদপুর স্কুলমাঠে লিট্টুর লাশের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে তাঁর পরিবারিক সূত্রে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা থেকে মোটরসাইকেলযোগে টেকনাফে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা

আপলোড টাইম : ১০:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

দর্শনা অফিস:

দর্শনা থেকে মোটরসাইকেলযোগে টেকনাফে যাওয়ার পথে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভির রহমান লিট্টু (১৯) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিট্টু চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝেরপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লিট্টুসহ তাঁর চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলযোগে টেকনাফে বেড়ানোর উদ্দেশ্যে নিজবাড়ি দর্শনা থেকে রওনা দেন। পথের মধ্যে গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন লিট্টু। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিট্টুর। এ ঘটনায় সড়কের পাশে গুরুতর আহত হয়ে পড়ে যান তাঁর বন্ধু দর্শনা মোবারকপাড়ার মোজাফ্ফর হোসেনের ছেলে সাদেক (২০)। পথচারীরা আহত সাদেককে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে কুমিল্লা জেলার হাইওয়ে পুলিশ নিহত লিট্টুর লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় গতকাল দুপুরের দিকে লিট্টুর লাশ তার সঙ্গে থাকা আপন চাচাতো ভাই তৌহিদ ও অপর বন্ধু জয়ের নিকট হস্তান্তর করে।

এদিকে, লিট্টুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গোটা গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁর লাশ নিজবাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দক্ষিণ চাঁদপুর স্কুলমাঠে লিট্টুর লাশের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে তাঁর পরিবারিক সূত্রে জানা গেছে।