ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনা কেরু চিনিকলে মিলাদ ও দোয়া, আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ

৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
আজ ১৫ ডিসেম্বর বেলা তিনটায় দর্শনা কেরু চিনিকলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হবে। দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমকে কেন্দ্র করে সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে কেরু কর্তৃপক্ষ। চলতি ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে বড় ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি না হলে ৪৫ দিবসে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন জানান, নিজ ফার্ম এলাকায় ১ হাজার ৫৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদনে আশা করা হচ্ছে। এছাড়া মিল এলাকার কৃষকদের ৬ হাজার ৯৮২ একর জমিতে থেকে ৯৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদিত হবে বলে আশা করছেন। কেরু চিনিকলের ও কৃষকের মোট ৮ হাজার ৫৩ হাজার ৩১৮ একর জমির আখ চিনি উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে।
এ বছর দেশের ৯টি চিনিকল পর্যায়ক্রমে আগামী ৩০ ডিসেম্বর তারিখের মধ্যে আখ মাড়াই মৌসুম চালু হবে বলে জানা গেছে। তবে এ বছর মিলটি আধুনিকায়নের কাজ শেষ না হওয়ায় আগের পদ্ধতিতে মিলটি চলবে। মোশারফ হোসেন জানান, প্রধান অতিথি হিসেবে চিনিকলের উদ্বোধন করবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার কৃষকেরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে, দর্শনা কেরু চিনিকলের আখ মাড়ই মৌসুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেরু চিনিকলের গ্যারেজ ভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ।

প্রধান অতিথি ছিলেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন। তিনি শ্রমিক ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, মিলে আখ বহনের সময় সড়কে সাবধানে ট্রাক ও ট্রাক্টর চালাতে হবে। এছাড়া মিল চলাকালীন যার যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথ পালন করতে হবে। কেউ কোনো কাজে অবহেলা করবেন না। সুস্থভাবে আখ মাড়াই মৌসুম সম্পন্ন করতে সকলের প্রতি তাগিদ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, নুরুল হাসান, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমানসহ ইক্ষু বিভাগের সাথে সংশ্লিষ্ট ও গ্যারেজের সকল কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন গ্যারেজ ইঞ্জিনিয়ার সাঈদ হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা কেরু চিনিকলে মিলাদ ও দোয়া, আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ

৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপলোড টাইম : ১২:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

দর্শনা অফিস:
আজ ১৫ ডিসেম্বর বেলা তিনটায় দর্শনা কেরু চিনিকলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হবে। দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমকে কেন্দ্র করে সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে কেরু কর্তৃপক্ষ। চলতি ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে বড় ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি না হলে ৪৫ দিবসে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন জানান, নিজ ফার্ম এলাকায় ১ হাজার ৫৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদনে আশা করা হচ্ছে। এছাড়া মিল এলাকার কৃষকদের ৬ হাজার ৯৮২ একর জমিতে থেকে ৯৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদিত হবে বলে আশা করছেন। কেরু চিনিকলের ও কৃষকের মোট ৮ হাজার ৫৩ হাজার ৩১৮ একর জমির আখ চিনি উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে।
এ বছর দেশের ৯টি চিনিকল পর্যায়ক্রমে আগামী ৩০ ডিসেম্বর তারিখের মধ্যে আখ মাড়াই মৌসুম চালু হবে বলে জানা গেছে। তবে এ বছর মিলটি আধুনিকায়নের কাজ শেষ না হওয়ায় আগের পদ্ধতিতে মিলটি চলবে। মোশারফ হোসেন জানান, প্রধান অতিথি হিসেবে চিনিকলের উদ্বোধন করবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার কৃষকেরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে, দর্শনা কেরু চিনিকলের আখ মাড়ই মৌসুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেরু চিনিকলের গ্যারেজ ভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ।

প্রধান অতিথি ছিলেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন। তিনি শ্রমিক ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, মিলে আখ বহনের সময় সড়কে সাবধানে ট্রাক ও ট্রাক্টর চালাতে হবে। এছাড়া মিল চলাকালীন যার যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথ পালন করতে হবে। কেউ কোনো কাজে অবহেলা করবেন না। সুস্থভাবে আখ মাড়াই মৌসুম সম্পন্ন করতে সকলের প্রতি তাগিদ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, নুরুল হাসান, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমানসহ ইক্ষু বিভাগের সাথে সংশ্লিষ্ট ও গ্যারেজের সকল কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন গ্যারেজ ইঞ্জিনিয়ার সাঈদ হোসেন।