ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনায় সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেন থামানোসহ পাঁচ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেন থামানোসহ পাঁচ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা ডাকবাংলো চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসদের কেন্দীয় নেতা ও ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। আলোচনা সভায় ট্রেন থামানোসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হচ্ছে- দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেন চালু করা। কলকাতা-ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে দর্শনা স্টেশন থেকে যাত্রীদের আসন বরাদ্দ ও যাত্রী ওঠা-নামার ব্যবস্থা করতে হবে। পুরাতন বাজার রেল ক্রসিং এবং চুয়াডাঙ্গা-কালীগঞ্জ সড়কে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের দাবি করেন। দর্শনা রেলওয়ে ইর্য়াড পুরাতন বাজার থেকে মাদারপাড়া এলাকায় স্থানান্তর করা এবং একটি আধুনিক রেলওয়ে কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করা। খুলনা থেকে দর্শনা জংশন পর্যন্ত ডাবল লাইন নির্মাণের দাবি করা হয়। উপরোক্ত দাবিতে আগামীতে দর্শনার সুশীল সমাজের মানুষদের নিয়ে একটি সভার মাধ্যমে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে গতকালের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় দর্শনা গেদে চেকপোস্ট দিয়ে ভারতীয় ভিসা প্রদানের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল মালেক, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক হায়াতুন নেছা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক ইয়াসিন জুয়েল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেন থামানোসহ পাঁচ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেন থামানোসহ পাঁচ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা ডাকবাংলো চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসদের কেন্দীয় নেতা ও ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। আলোচনা সভায় ট্রেন থামানোসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হচ্ছে- দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেন চালু করা। কলকাতা-ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে দর্শনা স্টেশন থেকে যাত্রীদের আসন বরাদ্দ ও যাত্রী ওঠা-নামার ব্যবস্থা করতে হবে। পুরাতন বাজার রেল ক্রসিং এবং চুয়াডাঙ্গা-কালীগঞ্জ সড়কে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের দাবি করেন। দর্শনা রেলওয়ে ইর্য়াড পুরাতন বাজার থেকে মাদারপাড়া এলাকায় স্থানান্তর করা এবং একটি আধুনিক রেলওয়ে কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করা। খুলনা থেকে দর্শনা জংশন পর্যন্ত ডাবল লাইন নির্মাণের দাবি করা হয়। উপরোক্ত দাবিতে আগামীতে দর্শনার সুশীল সমাজের মানুষদের নিয়ে একটি সভার মাধ্যমে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে গতকালের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় দর্শনা গেদে চেকপোস্ট দিয়ে ভারতীয় ভিসা প্রদানের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল মালেক, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক হায়াতুন নেছা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক ইয়াসিন জুয়েল প্রমুখ।