ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দর্শনায় বিষপানে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীর আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • / ৩৯ বার পড়া হয়েছে

নিজম্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় বিষপান করে মনিরুল ইসলাম মনি (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর গ্রামের পুরাতন বাজারপাড়ার মৃত শামছুদ্দিন মণ্ডলের ছেলে ও দর্শনা পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কাজের জন্য দশনা পৌরসভায় যান মনিরুল। তিনি মাঝে মধ্যে দর্শনা পৌরসভার বিভিন্ন কাজকর্ম করে থাকেন। এছাড়াও তাঁর মাথার সমস্য ছিল। গতকাল সকালে পৌরসভা থেকে ফিরে এসে এলাকার নজরুল ইসলামের কীটনাশনের দোকান থেকে পোড়াডান কিনে দোকানের পাশেয় বসে খেয়ে নেয়। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা পোড়াডানের প্যাকেটসহ তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তারা দ্রুত মনিরুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে সদর থানায় লিখিতভাবে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ‘দর্শনা থানাধীন পরানপুর গ্রামে স্থানীয় ব্যক্তিরা পলিথিনে মোড়ানো পোড়াডানসহ অচেতন অবস্থায় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পায়। সে নিজেই ওই বিষ ক্রয় করেছে বলে জানা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় বিষপানে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীর আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:১৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

নিজম্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় বিষপান করে মনিরুল ইসলাম মনি (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর গ্রামের পুরাতন বাজারপাড়ার মৃত শামছুদ্দিন মণ্ডলের ছেলে ও দর্শনা পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কাজের জন্য দশনা পৌরসভায় যান মনিরুল। তিনি মাঝে মধ্যে দর্শনা পৌরসভার বিভিন্ন কাজকর্ম করে থাকেন। এছাড়াও তাঁর মাথার সমস্য ছিল। গতকাল সকালে পৌরসভা থেকে ফিরে এসে এলাকার নজরুল ইসলামের কীটনাশনের দোকান থেকে পোড়াডান কিনে দোকানের পাশেয় বসে খেয়ে নেয়। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা পোড়াডানের প্যাকেটসহ তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তারা দ্রুত মনিরুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে সদর থানায় লিখিতভাবে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ‘দর্শনা থানাধীন পরানপুর গ্রামে স্থানীয় ব্যক্তিরা পলিথিনে মোড়ানো পোড়াডানসহ অচেতন অবস্থায় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পায়। সে নিজেই ওই বিষ ক্রয় করেছে বলে জানা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’