ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দর্শনায় পেয়ারাভর্তি ট্রাকে মিলল ফেনসিডিল, দুজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযোনে ২১৬ বোতল ফেনসিডিলসহ হোসেন মন্ডল (৩১) ও রাসেল শিকদারকে (৩২) নামের দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গোলাপনগর মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দর্শনা থানা পুলিশ। আটককৃত হোসেন মণ্ডল দামুড়হুদা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে ও রাসেল শিকদার মাদারিপুর জেলার চাপাতলি গ্রামের সাহেদ আলী শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবিরের নেতৃতে তিতুদহ গ্রামের গোলাপনগর মোড়ে অভিযান পরিচালনা করে তিতুদহ ক্যাম্প পুলিশ। এসময় একটি পেয়ারা ভর্তি মিনি ট্রাকের গোতী রোধ করে তল্লাশী চালালে বিশেষ কৌশলে লুকানো ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরবর্তীতে ট্রাকের চালক ও হেলপার মাদক চোরাকারবারী দুজনকে আটক করা হয় ও পেয়ারাভর্তি মিনি ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। তবে মিনি ট্রাকে থাকা ছয়ঘরিয়া গ্রামের আনোয়ার হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। মিনি ট্রাকটির নম্বর: ঢাকা মেট্র-ন-১৯-৮১৬৩। এ ঘটনায় গতকালই হোসেন মন্ডল, রাসেল শিকদার ও আনোয়ারসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দর্শনা থানা পুলিশ।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় পেয়ারাভর্তি ট্রাকে মিলল ফেনসিডিল, দুজন আটক

আপলোড টাইম : ০৪:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযোনে ২১৬ বোতল ফেনসিডিলসহ হোসেন মন্ডল (৩১) ও রাসেল শিকদারকে (৩২) নামের দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গোলাপনগর মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দর্শনা থানা পুলিশ। আটককৃত হোসেন মণ্ডল দামুড়হুদা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে ও রাসেল শিকদার মাদারিপুর জেলার চাপাতলি গ্রামের সাহেদ আলী শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবিরের নেতৃতে তিতুদহ গ্রামের গোলাপনগর মোড়ে অভিযান পরিচালনা করে তিতুদহ ক্যাম্প পুলিশ। এসময় একটি পেয়ারা ভর্তি মিনি ট্রাকের গোতী রোধ করে তল্লাশী চালালে বিশেষ কৌশলে লুকানো ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরবর্তীতে ট্রাকের চালক ও হেলপার মাদক চোরাকারবারী দুজনকে আটক করা হয় ও পেয়ারাভর্তি মিনি ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। তবে মিনি ট্রাকে থাকা ছয়ঘরিয়া গ্রামের আনোয়ার হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। মিনি ট্রাকটির নম্বর: ঢাকা মেট্র-ন-১৯-৮১৬৩। এ ঘটনায় গতকালই হোসেন মন্ডল, রাসেল শিকদার ও আনোয়ারসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দর্শনা থানা পুলিশ।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।’