ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দর্শনায় দোকানের শার্টার ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনায় গভীর রাতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শার্টার ভেঙে চোর চক্রের সদস্যরা নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। গত রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ড-হল্ট স্টেশন সড়কের মামা-ভাগ্নে ট্রেডার্স ও বাসস্ট্যান্ড চত্বরের মেসার্স অপু ফার্মেসিতে এই চুরির ঘটনা ঘটে। এতে দুই প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে, চুরির ঘটনার বিষয়ে জানতে পেরে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর।
মেসার্স অপু ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেওয়া যায়, রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে মাঙ্কি টুপি পরিহিত এক ব্যক্তি শার্টার ভেঙে ফার্মেসির মধ্যে প্রবেশ করে। এসময় ড্রয়ারের মধ্যে থাকা নগদ ১০ হাজার টাকা ও ৭০ হাজর টাকা মূল্যের চোঁখ পরীক্ষার দুটি পেশার মেশিন নিয়ে পালিয়ে যায়। এছাড়াও পালানোর পূর্বে দোকানের র‌্যাক থেকে বিভিন্ন ওষুধপত্রও চুরি করে।
অপর দিকে, মামা-ভাগ্নে ট্রেডার্সের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ২০মিনিটে দোকানের এগজস্ট ফ্যান ভাঙছিল চোর। ভাঙা স্থান দিয়ে রাত ১টা ৩২ মিনিটে একজন মাঙ্কি টুপি পরিহিত ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে। টেবিলের ড্রয়ার খুলে কোনো কিছু না পেয়ে ৭ মিনিট পর ভাঙা স্থান দিয়ে বের হয়ে যায় সে। এদিকে, রাত ১টা ৪ মিনিটের ফুটেজে দুজন অজ্ঞাত ব্যক্তিকে দোকানের সামনের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় দোকানের শার্টার ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি

আপলোড টাইম : ০৯:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

দর্শনা অফিস:
দর্শনায় গভীর রাতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শার্টার ভেঙে চোর চক্রের সদস্যরা নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। গত রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ড-হল্ট স্টেশন সড়কের মামা-ভাগ্নে ট্রেডার্স ও বাসস্ট্যান্ড চত্বরের মেসার্স অপু ফার্মেসিতে এই চুরির ঘটনা ঘটে। এতে দুই প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে, চুরির ঘটনার বিষয়ে জানতে পেরে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর।
মেসার্স অপু ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেওয়া যায়, রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে মাঙ্কি টুপি পরিহিত এক ব্যক্তি শার্টার ভেঙে ফার্মেসির মধ্যে প্রবেশ করে। এসময় ড্রয়ারের মধ্যে থাকা নগদ ১০ হাজার টাকা ও ৭০ হাজর টাকা মূল্যের চোঁখ পরীক্ষার দুটি পেশার মেশিন নিয়ে পালিয়ে যায়। এছাড়াও পালানোর পূর্বে দোকানের র‌্যাক থেকে বিভিন্ন ওষুধপত্রও চুরি করে।
অপর দিকে, মামা-ভাগ্নে ট্রেডার্সের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ২০মিনিটে দোকানের এগজস্ট ফ্যান ভাঙছিল চোর। ভাঙা স্থান দিয়ে রাত ১টা ৩২ মিনিটে একজন মাঙ্কি টুপি পরিহিত ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে। টেবিলের ড্রয়ার খুলে কোনো কিছু না পেয়ে ৭ মিনিট পর ভাঙা স্থান দিয়ে বের হয়ে যায় সে। এদিকে, রাত ১টা ৪ মিনিটের ফুটেজে দুজন অজ্ঞাত ব্যক্তিকে দোকানের সামনের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়।