ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন পারকেষ্টপুর মদনা ইউনিয়নের ছয় ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- দর্শনা থানাধীন পারকেষ্টপুর মদনা ইউনিয়নের ছয় ঘড়িয়া গ্রামের মাঝেরপাড়ার মৃত জান মোহাম্মদ মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৪৫) ও তার ছেলে পিয়াস মণ্ডল (১৯)।

জখম আব্দুল মালেকের স্ত্রী পারুলা বেগম বলেন, ‘ছয় ঘড়িয়া গ্রামের চারাতলা মাঠে আমাদের কৃষি জমি রয়েছে। সেই জমির পাশের দোপে তাদের প্রতিবেশি শফিকুল ইসলামের লিজ নেওয়া কৃষি জমি রয়েছে। শুক্রবার সকালে শফিকুলের ছেলে রেদোয়ান তাদের জমির আইল ছেড়ে আমাদের জমির ভেতর বেড়া ঘিরতে শুরু করে। আমার ছেলে পিয়াস দেখতে পেয়ে রেদোয়ানকে নিষেধ করলে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে পিয়াস সেখান থেকে বাড়িতে ফিরে জুম্মার নামাজ পড়তে যায়। নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রেদোয়ান, তার দুই ভাই ও তাদের পিতা শফিকুল আমার ছেলেকে গালমন্দ শুরু করে। এসময় আমার স্বামী সেখানে গেলে শফিকুল একটি দা দিয়ে আমার স্বামী ও ছেলের মাথায় কোপ মারে। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে এলে তাদের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় স্বামী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক ডা. তাসনিম আফরীন জ্যোতি বলেন, ‘দুপুর তিনটার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় আব্দুল মালেক ও তার ছেলে পিয়াসকে জরুরি বিভাগে নেয়। দুজনের মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত জখম আব্দুল মালেক ও তার ছেলে পিয়াস মণ্ডল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড টাইম : ০৭:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন পারকেষ্টপুর মদনা ইউনিয়নের ছয় ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- দর্শনা থানাধীন পারকেষ্টপুর মদনা ইউনিয়নের ছয় ঘড়িয়া গ্রামের মাঝেরপাড়ার মৃত জান মোহাম্মদ মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৪৫) ও তার ছেলে পিয়াস মণ্ডল (১৯)।

জখম আব্দুল মালেকের স্ত্রী পারুলা বেগম বলেন, ‘ছয় ঘড়িয়া গ্রামের চারাতলা মাঠে আমাদের কৃষি জমি রয়েছে। সেই জমির পাশের দোপে তাদের প্রতিবেশি শফিকুল ইসলামের লিজ নেওয়া কৃষি জমি রয়েছে। শুক্রবার সকালে শফিকুলের ছেলে রেদোয়ান তাদের জমির আইল ছেড়ে আমাদের জমির ভেতর বেড়া ঘিরতে শুরু করে। আমার ছেলে পিয়াস দেখতে পেয়ে রেদোয়ানকে নিষেধ করলে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে পিয়াস সেখান থেকে বাড়িতে ফিরে জুম্মার নামাজ পড়তে যায়। নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রেদোয়ান, তার দুই ভাই ও তাদের পিতা শফিকুল আমার ছেলেকে গালমন্দ শুরু করে। এসময় আমার স্বামী সেখানে গেলে শফিকুল একটি দা দিয়ে আমার স্বামী ও ছেলের মাথায় কোপ মারে। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে এলে তাদের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় স্বামী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক ডা. তাসনিম আফরীন জ্যোতি বলেন, ‘দুপুর তিনটার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় আব্দুল মালেক ও তার ছেলে পিয়াসকে জরুরি বিভাগে নেয়। দুজনের মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত জখম আব্দুল মালেক ও তার ছেলে পিয়াস মণ্ডল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।