ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনায় কেরুজ বিভিন্ন খামারে ইক্ষু রোপনের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন খামারে ২০২২-২৩ রোপন মৌসুমের বীজতলা ও ইক্ষু রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন খামারে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে সরাসরি ইক্ষু রোপণ ও বীজতলা উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। ২০২২-২৩ মৌসুমে আখ রোপণ ও বীজতলা লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে কেরু অ্যান্ড কোম্পানির নিজস্ব জমিতে ১০৮ বিঘা জমিতে আখ রোপণ করেন।

আখ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চিনিকলটি টিকিয়ে রাখতে যা যা দরকার, সে সব পদক্ষেপ নেওয়া হবে। এবং আগামীতে আখ রোপন বেশি হবে, সে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা মাঠে নেমেছি। অত্রাঞ্চল চাষীদের সাথে যোগাযোগ ও আখ লাগানোর স্বার্থে চাষীদের মাঝে ইউরিয়া ১৬ টাকা কেজি, পটাশ, ডেপসহ সব সারের মৃল্য কেরু অ্যান্ড কোম্পানি কম মৃল্য চাষীদের দেবে। যাতে করে আগামীতে আখ চাষ বেশি হয়। কেরু অ্যান্ড কোম্পানিতে ২০২২-২০২৩ রোপণ মৌসুমে একসাথে ৭৮টি ইউনিটে এসটিপি বেডে এবং সরাসরি পদ্ধতিতে আখ রোপণ শুরু করা হলো।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক (মিলস ফার্ম সদর দপ্তর) রওশন আরা, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ মো. সাহাবুদ্দিন, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদা হাসান বাদশা, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার শাহা, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ. বারী, সভাপতি আ. হান্নান, কেরুর অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের আখ চাষীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় কেরুজ বিভিন্ন খামারে ইক্ষু রোপনের উদ্বোধন

আপলোড টাইম : ০৯:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

দর্শনা অফিস: দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন খামারে ২০২২-২৩ রোপন মৌসুমের বীজতলা ও ইক্ষু রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন খামারে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে সরাসরি ইক্ষু রোপণ ও বীজতলা উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। ২০২২-২৩ মৌসুমে আখ রোপণ ও বীজতলা লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে কেরু অ্যান্ড কোম্পানির নিজস্ব জমিতে ১০৮ বিঘা জমিতে আখ রোপণ করেন।

আখ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চিনিকলটি টিকিয়ে রাখতে যা যা দরকার, সে সব পদক্ষেপ নেওয়া হবে। এবং আগামীতে আখ রোপন বেশি হবে, সে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা মাঠে নেমেছি। অত্রাঞ্চল চাষীদের সাথে যোগাযোগ ও আখ লাগানোর স্বার্থে চাষীদের মাঝে ইউরিয়া ১৬ টাকা কেজি, পটাশ, ডেপসহ সব সারের মৃল্য কেরু অ্যান্ড কোম্পানি কম মৃল্য চাষীদের দেবে। যাতে করে আগামীতে আখ চাষ বেশি হয়। কেরু অ্যান্ড কোম্পানিতে ২০২২-২০২৩ রোপণ মৌসুমে একসাথে ৭৮টি ইউনিটে এসটিপি বেডে এবং সরাসরি পদ্ধতিতে আখ রোপণ শুরু করা হলো।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক (মিলস ফার্ম সদর দপ্তর) রওশন আরা, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ মো. সাহাবুদ্দিন, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদা হাসান বাদশা, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার শাহা, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ. বারী, সভাপতি আ. হান্নান, কেরুর অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের আখ চাষীরা।