ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দর্শনায় কৃষি মোর্চার বার্ষিক সাধারণ সভা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০২:৪০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় গড়ে ওঠা দর্শনা কৃষকদের সংগঠন কৃষি মোর্চার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেড ট্রেনিং সেন্টারে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কৃষি মোর্চার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন আছে, নেই শুধু কৃষকদের। কিন্তু ওয়েভের উদ্যোগে গড়ে ওঠা এই কৃষি মোর্চা কৃষকদের অধিকার আদায়ে কাজ করবে। আমরা সরকারি কর্মকর্তা হিসেবে তাদের কৃষিকে লাভজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করব।’
কৃষি মোর্চার সাধারণ সভাটি জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কিতাব আলী। কৃষি মোর্চার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের অ্যাডভাইজার আব্দুর শুকুর। সভায় দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৬টি কৃষি মোর্চার প্রায় ১৫০ জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় ৬টি কৃষি মোর্চার প্রতিনিধিরা তাঁদের বিগত দিনের বাস্তবায়িত কার্যক্রম, আয়-ব্যয় ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। সভা শেষে কৃষকদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় কৃষি মোর্চার বার্ষিক সাধারণ সভা

আপলোড টাইম : ০২:৪০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় গড়ে ওঠা দর্শনা কৃষকদের সংগঠন কৃষি মোর্চার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেড ট্রেনিং সেন্টারে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কৃষি মোর্চার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন আছে, নেই শুধু কৃষকদের। কিন্তু ওয়েভের উদ্যোগে গড়ে ওঠা এই কৃষি মোর্চা কৃষকদের অধিকার আদায়ে কাজ করবে। আমরা সরকারি কর্মকর্তা হিসেবে তাদের কৃষিকে লাভজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করব।’
কৃষি মোর্চার সাধারণ সভাটি জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কিতাব আলী। কৃষি মোর্চার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের অ্যাডভাইজার আব্দুর শুকুর। সভায় দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৬টি কৃষি মোর্চার প্রায় ১৫০ জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় ৬টি কৃষি মোর্চার প্রতিনিধিরা তাঁদের বিগত দিনের বাস্তবায়িত কার্যক্রম, আয়-ব্যয় ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। সভা শেষে কৃষকদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।