ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দর্শনায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: আবারও বাসস্ট্যান্ড থেকে ট্রাক চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় দিনদিন আইন-শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা অব্যাহত থাকায় জনসাধারণের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এবার দর্শনা বাসস্ট্যান্ড আরাম মার্কেটের গ্যারেজ থেকে ২৭ লক্ষ টাকা মূল্যের একটি এলেভেন জিরো নাইন টাটা ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৭৮৭৬) চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরেরা। গত বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা ট্রাক ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ চুরির ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন মালিক পক্ষ।

ট্রাকের মালিক সিকদার মটরস-এর সত্বাধিকারী হাবিবুর রহমান জানান, কোরবানী ঈদের দুইদিন আগে ৮ জুলাই ট্রাকটি আরম মার্কেটের গ্যারেজে রাখা হয়। এখানে প্রায় ৬টি ট্রাক ছিল। গত বুধবার দিবাগত রাতে সকলের অজান্তে আন্ত:জেলা চোরচক্রের সদস্যরা ট্রাকটি চুরি করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালের দিকে ট্রাকটি যথাস্থানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে সিসি টিভির ফুটেজ দেখে বুঝতে পারি রাত ১২টা ৪২মিনিটের দিকে চোরেরা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও ট্রাকটির হদিস মেলেনি। এ ব্যাপারে গতকাল সকালে দর্শনা থানায় জিডি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএম লুৎফুল কবীর ট্রাক চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ট্রাকটি উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: আবারও বাসস্ট্যান্ড থেকে ট্রাক চুরি

আপলোড টাইম : ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় দিনদিন আইন-শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা অব্যাহত থাকায় জনসাধারণের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এবার দর্শনা বাসস্ট্যান্ড আরাম মার্কেটের গ্যারেজ থেকে ২৭ লক্ষ টাকা মূল্যের একটি এলেভেন জিরো নাইন টাটা ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৭৮৭৬) চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরেরা। গত বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা ট্রাক ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ চুরির ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন মালিক পক্ষ।

ট্রাকের মালিক সিকদার মটরস-এর সত্বাধিকারী হাবিবুর রহমান জানান, কোরবানী ঈদের দুইদিন আগে ৮ জুলাই ট্রাকটি আরম মার্কেটের গ্যারেজে রাখা হয়। এখানে প্রায় ৬টি ট্রাক ছিল। গত বুধবার দিবাগত রাতে সকলের অজান্তে আন্ত:জেলা চোরচক্রের সদস্যরা ট্রাকটি চুরি করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালের দিকে ট্রাকটি যথাস্থানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে সিসি টিভির ফুটেজ দেখে বুঝতে পারি রাত ১২টা ৪২মিনিটের দিকে চোরেরা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও ট্রাকটির হদিস মেলেনি। এ ব্যাপারে গতকাল সকালে দর্শনা থানায় জিডি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএম লুৎফুল কবীর ট্রাক চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ট্রাকটি উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে।