ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনার বোয়ালিয়ায় নারীর হয়রানি থেকে রেহাই পেতে গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হিজলগাড়ী:
দর্শনা থানার বোয়ালিয়া গ্রামে এক নারীর মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় আখ সেন্টারে গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দর্শনা থানার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের মেয়ে মোছা. সাগরিকা খাতুন পান থেকে চুন খসলেই গ্রামের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেন। ইতিপূর্বে সাগরিকার মিথ্যা মামলার শিকার হয়েছেন তার ২ স্বামী ও গ্রামের একাধিক মানুষ। তাদের নামে মামলা ও অভিযোগ দায়ের করে অর্থ আদায় করেছেন তিনি।

এসব ঘটনায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাকে নিয়ে সালিশ বৈঠক করলে আরও ক্ষিপ্ত হন সাগরিকা। এরপর থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নামে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করতে থাকেন তিনি। সাগরিকার মিথ্যা মামলা ও অভিযোগে হয়রানির শিকার গ্রামবাসী গত রোববার চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর গণস্বাক্ষরসহ তার মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আবেদন জানান। গতকাল তারই ধারাবাহিকতায় গ্রামবাসী স্থানীয় আখ সেন্টারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বোয়ালিয়া গ্রামের প্রবীণ শিক্ষক আক্কাস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সাহাবুদ্দিন ওদুদ, আওয়ামী লীগে নেতা টোকন মোল্লা, রবউল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনার বোয়ালিয়ায় নারীর হয়রানি থেকে রেহাই পেতে গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১১:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, হিজলগাড়ী:
দর্শনা থানার বোয়ালিয়া গ্রামে এক নারীর মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় আখ সেন্টারে গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দর্শনা থানার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের মেয়ে মোছা. সাগরিকা খাতুন পান থেকে চুন খসলেই গ্রামের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেন। ইতিপূর্বে সাগরিকার মিথ্যা মামলার শিকার হয়েছেন তার ২ স্বামী ও গ্রামের একাধিক মানুষ। তাদের নামে মামলা ও অভিযোগ দায়ের করে অর্থ আদায় করেছেন তিনি।

এসব ঘটনায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাকে নিয়ে সালিশ বৈঠক করলে আরও ক্ষিপ্ত হন সাগরিকা। এরপর থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নামে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করতে থাকেন তিনি। সাগরিকার মিথ্যা মামলা ও অভিযোগে হয়রানির শিকার গ্রামবাসী গত রোববার চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর গণস্বাক্ষরসহ তার মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আবেদন জানান। গতকাল তারই ধারাবাহিকতায় গ্রামবাসী স্থানীয় আখ সেন্টারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বোয়ালিয়া গ্রামের প্রবীণ শিক্ষক আক্কাস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সাহাবুদ্দিন ওদুদ, আওয়ামী লীগে নেতা টোকন মোল্লা, রবউল ইসলাম প্রমুখ।