ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার বেলা ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে এবং একজনকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- দর্শনা হল্ট চাঁদপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে জামাল উদ্দিন (২৮), খুলনার সোনাডাঙ্গা এলাকার গোবরচড়া গ্রামের খোকনের ছেলে রাসেল হোসেন (২১) এবং দর্শনার হল্ট স্টেশন টাউয়ার পাড়ার সাহাজুল মণ্ডলের স্ত্রী আকলিমা খাতুন (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বেলা একটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে দর্শনা হল্ট চাঁদপুর রেলক্রসিংয়ের ওপর অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ জামাল হোসেনকে আটক করেন। বেলা ২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজাসহ রাসেল হোসেনকে আটক করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে আকলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামাল হোসেন ও রাসেলকে ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা করে জরিমানা করেন। আকলিমা খাতুনকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আপলোড টাইম : ০৮:৩৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার বেলা ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে এবং একজনকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- দর্শনা হল্ট চাঁদপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে জামাল উদ্দিন (২৮), খুলনার সোনাডাঙ্গা এলাকার গোবরচড়া গ্রামের খোকনের ছেলে রাসেল হোসেন (২১) এবং দর্শনার হল্ট স্টেশন টাউয়ার পাড়ার সাহাজুল মণ্ডলের স্ত্রী আকলিমা খাতুন (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বেলা একটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে দর্শনা হল্ট চাঁদপুর রেলক্রসিংয়ের ওপর অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ জামাল হোসেনকে আটক করেন। বেলা ২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজাসহ রাসেল হোসেনকে আটক করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে আকলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামাল হোসেন ও রাসেলকে ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা করে জরিমানা করেন। আকলিমা খাতুনকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।