ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনার বারাদী গ্রামের মাঠে ১৯ লাখ টাকার ফসল কর্তনের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী গ্রামের মাঠে ১০ বিঘা ১৫ কাঠা জমির প্রায় ১৯ লাখ টাকার ফলের গাছ ও ফসল কর্তন করেছে দুর্বৃত্তরা। এছাড়া ২০-২৫ জন হামলা করে ৩টি স্যালোমেশিন ভাঙচুর ও বাড়িঘরে হামলা করেছে বলে অভিযোগ করেছেন মাতিয়ার রহমান।
মতিয়ার রহমান জানান, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল। তাদের পক্ষে রায় পেয়ে জমিতে ফসল বুনেছিল। হঠাৎ গত রোববার গভীর রাতে ১০ বিঘা ১৫ কাঠা জমির ফসল ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় দর্শনা থানায় মতিয়ার রহমান বাদী হয়ে গত ২৭/১১/২০২৩ ইং একটি মামলা করে। যার মালা নম্বর জিআর-১৭/২০২৩। গতকাল সোমবার এ ঘটনায় দর্শনা থানা পুলিশ ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আমানুল্লাহ (৩৫) ও তার ছোট ভাই আব্দুল্লাহ (৩০) এবং ছয়ঘরিয়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে জান মোহাম্মদ ওরফে জানু (৬০) ও জান মোহাম্মদের ছেলে রকিবুল হককে (৩১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তবে আদালত থেকে ৪ জনই জামিন নিয়ে বাড়ি ফিরেছে।
মতিয়ার রহমানের অভিযোগ, জামিন পেয়ে পুনরায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার বাড়িতে হামলা করে। এতে দোলোয়ার হোসেন আহত হয়। দেলোয়ার হোসেনের মাথায় ৩টা ও নাকের ওপর ১টি সেলাই করতে হয়েছে। তবে জান মোহাম্মদ জানু ও তাদের লোকজন জানান, জমির মামলা এখনো নিষ্পত্তি হয়নি। প্রতিপক্ষ জোর করে ফসল, পেঁপে, কলাই ও পেয়ারা গাছ লাগিয়েছে। তারা কোনো ফসল কাটেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনার বারাদী গ্রামের মাঠে ১৯ লাখ টাকার ফসল কর্তনের অভিযোগ

আপলোড টাইম : ০৪:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

দর্শনা অফিস:
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী গ্রামের মাঠে ১০ বিঘা ১৫ কাঠা জমির প্রায় ১৯ লাখ টাকার ফলের গাছ ও ফসল কর্তন করেছে দুর্বৃত্তরা। এছাড়া ২০-২৫ জন হামলা করে ৩টি স্যালোমেশিন ভাঙচুর ও বাড়িঘরে হামলা করেছে বলে অভিযোগ করেছেন মাতিয়ার রহমান।
মতিয়ার রহমান জানান, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল। তাদের পক্ষে রায় পেয়ে জমিতে ফসল বুনেছিল। হঠাৎ গত রোববার গভীর রাতে ১০ বিঘা ১৫ কাঠা জমির ফসল ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় দর্শনা থানায় মতিয়ার রহমান বাদী হয়ে গত ২৭/১১/২০২৩ ইং একটি মামলা করে। যার মালা নম্বর জিআর-১৭/২০২৩। গতকাল সোমবার এ ঘটনায় দর্শনা থানা পুলিশ ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আমানুল্লাহ (৩৫) ও তার ছোট ভাই আব্দুল্লাহ (৩০) এবং ছয়ঘরিয়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে জান মোহাম্মদ ওরফে জানু (৬০) ও জান মোহাম্মদের ছেলে রকিবুল হককে (৩১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তবে আদালত থেকে ৪ জনই জামিন নিয়ে বাড়ি ফিরেছে।
মতিয়ার রহমানের অভিযোগ, জামিন পেয়ে পুনরায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার বাড়িতে হামলা করে। এতে দোলোয়ার হোসেন আহত হয়। দেলোয়ার হোসেনের মাথায় ৩টা ও নাকের ওপর ১টি সেলাই করতে হয়েছে। তবে জান মোহাম্মদ জানু ও তাদের লোকজন জানান, জমির মামলা এখনো নিষ্পত্তি হয়নি। প্রতিপক্ষ জোর করে ফসল, পেঁপে, কলাই ও পেয়ারা গাছ লাগিয়েছে। তারা কোনো ফসল কাটেনি।