ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দর্শনার পরানপুর স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বাকবিতন্ডা, দুই যুবককে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে


দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা দর্শনার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে দুই যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে পরানপুর মাদ্রাসার পাশে এঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে। আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের স্কুলপাড়ার লিটন হোসেনের ছেলে আসমাউল হক (২০) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের কাজিপাড়ার আব্দুল করিমের ছেলে রুহুল আমিন (২২)। এই ঘটনায় আটককৃতরা হলেন, দর্শনার পরানপুর গ্রামের শান্তিপাড়ার লিটনের ছেলে ইমরাম (২২) ও একই এলাকার মাসুদুল কবিরের ছেলে নাইম (২০)।
পুলিশ জানায়, গতকাল সোমবার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছিল। সন্ধার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে পরানপুর শান্তিপাড়ার কিছু ছেলে উৎশৃংখল আচরন করে। এসময় স্কুলপাড়ার ছেলেরা তাদের প্রতিবাদ করলে দুপক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং বিষয়টি মিমাংসা করে দেয়।
এদিকে পুলিশ চলে যাওয়ার পরপরই স্কুলপাড়ার অভিযুক্তরা পরানপুর মাদ্রাসার নিকট রুহুল আমিন ও আসমাউল হককে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
দর্শনা থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। পরে এরই জের ধরে দুজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনার পরানপুর স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বাকবিতন্ডা, দুই যুবককে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৩:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২


দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা দর্শনার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে দুই যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে পরানপুর মাদ্রাসার পাশে এঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে। আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের স্কুলপাড়ার লিটন হোসেনের ছেলে আসমাউল হক (২০) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের কাজিপাড়ার আব্দুল করিমের ছেলে রুহুল আমিন (২২)। এই ঘটনায় আটককৃতরা হলেন, দর্শনার পরানপুর গ্রামের শান্তিপাড়ার লিটনের ছেলে ইমরাম (২২) ও একই এলাকার মাসুদুল কবিরের ছেলে নাইম (২০)।
পুলিশ জানায়, গতকাল সোমবার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছিল। সন্ধার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে পরানপুর শান্তিপাড়ার কিছু ছেলে উৎশৃংখল আচরন করে। এসময় স্কুলপাড়ার ছেলেরা তাদের প্রতিবাদ করলে দুপক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং বিষয়টি মিমাংসা করে দেয়।
এদিকে পুলিশ চলে যাওয়ার পরপরই স্কুলপাড়ার অভিযুক্তরা পরানপুর মাদ্রাসার নিকট রুহুল আমিন ও আসমাউল হককে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
দর্শনা থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। পরে এরই জের ধরে দুজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।