ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দর্শনার ডিহি খ্রিস্টানপল্লির গির্জা পরিদর্শনকালে এসপি আব্দুল্লাহ আল মামুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হিজলগাড়ি:

শুভ বড়দিন উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ডিহি খ্রিস্টানপল্লির গির্জা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মামুন। গতকাল সন্ধ্যায় ডিহি খ্রিস্টানপল্লির গির্জা পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ‘যার যার ধর্ম তার তার জীবন ছবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বার বার বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। চুয়াডাঙ্গা জেলাতে প্রতিবছরের ন্যায় এবারও শুভ বড়দিন উৎযাপিত হচ্ছে। জেলার মোট ১১টি গির্জাতে শান্তিপূর্ণভাবে যাতে বড়দিন উৎযাপন করতে পারে তার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপনের জন্য চুয়াডাঙ্গা জেলায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে এখন উৎসবের আমেজ। আলোকসজ্জা, গোশালা  তৈরি, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। খ্রিস্টানধর্মীদের বড়দিন উৎসব উৎযাপনে আমরা তাদের পাশে আছি।’

গতকাল খ্রিস্টান পল্লীতে উপস্থিত হয়ে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে শিশুদের নিয়ে কক কাটেন পুলিশ সুপার। এসময় পল্লীর বাসিন্দারা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছাসহ পাহাড়ী আদি ভাষায় গান গেয়ে অর্ভ্যথনা জানান। গতকাল রাত ১২টায় ডিহি খ্রিস্টানপল্লীর গির্জায় শুরু হবে বড় দিন উদযাপন অনুষ্ঠনের মূল পর্ব। বিশ্বের মঙ্গল ও কল্যাণ কামনায় প্রার্থনা করবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

ডিহি খ্রিস্টান মিশন পল্লীর সভাপতি সুজন বিশ্বাস  বলেন, ‘এবারের মূল প্রার্থনা হবে যুদ্ধ থেকে মুক্তির। কারণ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্ব আজ অস্থিতিশীল। সেই সাথে করোনা যাতে আর হানা না দেয় সেই লক্ষ্যেও ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সকলে। খ্রিস্টান পল্লী গির্জা পরিদর্শনে পুলিশ সুপারের সাথে ছিলেন, সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনার ডিহি খ্রিস্টানপল্লির গির্জা পরিদর্শনকালে এসপি আব্দুল্লাহ আল মামুন

আপলোড টাইম : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

প্রতিবেদক, হিজলগাড়ি:

শুভ বড়দিন উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ডিহি খ্রিস্টানপল্লির গির্জা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মামুন। গতকাল সন্ধ্যায় ডিহি খ্রিস্টানপল্লির গির্জা পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ‘যার যার ধর্ম তার তার জীবন ছবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বার বার বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। চুয়াডাঙ্গা জেলাতে প্রতিবছরের ন্যায় এবারও শুভ বড়দিন উৎযাপিত হচ্ছে। জেলার মোট ১১টি গির্জাতে শান্তিপূর্ণভাবে যাতে বড়দিন উৎযাপন করতে পারে তার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপনের জন্য চুয়াডাঙ্গা জেলায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে এখন উৎসবের আমেজ। আলোকসজ্জা, গোশালা  তৈরি, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। খ্রিস্টানধর্মীদের বড়দিন উৎসব উৎযাপনে আমরা তাদের পাশে আছি।’

গতকাল খ্রিস্টান পল্লীতে উপস্থিত হয়ে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে শিশুদের নিয়ে কক কাটেন পুলিশ সুপার। এসময় পল্লীর বাসিন্দারা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছাসহ পাহাড়ী আদি ভাষায় গান গেয়ে অর্ভ্যথনা জানান। গতকাল রাত ১২টায় ডিহি খ্রিস্টানপল্লীর গির্জায় শুরু হবে বড় দিন উদযাপন অনুষ্ঠনের মূল পর্ব। বিশ্বের মঙ্গল ও কল্যাণ কামনায় প্রার্থনা করবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

ডিহি খ্রিস্টান মিশন পল্লীর সভাপতি সুজন বিশ্বাস  বলেন, ‘এবারের মূল প্রার্থনা হবে যুদ্ধ থেকে মুক্তির। কারণ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্ব আজ অস্থিতিশীল। সেই সাথে করোনা যাতে আর হানা না দেয় সেই লক্ষ্যেও ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সকলে। খ্রিস্টান পল্লী গির্জা পরিদর্শনে পুলিশ সুপারের সাথে ছিলেন, সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর প্রমুখ।