ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনায় শত্রুমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় এমপি টগর

মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান ও অহংকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
‘একাত্তরের চেতনায় গড়ে উঠুক উন্নত সমৃদ্ধ সোনার বাংলা’ প্রতিপাদ্যে দর্শনা শত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে শত্রুমুক্ত দিবস পালন ও যুদ্ধকালীন স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে এ দেশের দামাল ছেলেরা জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযোদ্ধাদের সেই অবদানের কথা কখনই ভুলবার নয়, তারা আমাদের গর্বিত সন্তান। কোনো সরকারই মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হাসিনা সেই সূর্য সন্তানদের সম্মান দিয়েছেন।’
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফ ও ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম।
দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন তানজির আহমেদ, আ.খালেক, রেজাউল করিম সবুর, মুনসুর আলী, বদরুল আলম ফিট্টু ও আব্দুর রশিদ। এছাড়াও আওয়ামী লীগ নেতা শফিকুল আলম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় শত্রুমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় এমপি টগর

মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান ও অহংকার

আপলোড টাইম : ০৩:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

দর্শনা অফিস:
‘একাত্তরের চেতনায় গড়ে উঠুক উন্নত সমৃদ্ধ সোনার বাংলা’ প্রতিপাদ্যে দর্শনা শত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে শত্রুমুক্ত দিবস পালন ও যুদ্ধকালীন স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে এ দেশের দামাল ছেলেরা জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযোদ্ধাদের সেই অবদানের কথা কখনই ভুলবার নয়, তারা আমাদের গর্বিত সন্তান। কোনো সরকারই মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হাসিনা সেই সূর্য সন্তানদের সম্মান দিয়েছেন।’
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফ ও ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম।
দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন তানজির আহমেদ, আ.খালেক, রেজাউল করিম সবুর, মুনসুর আলী, বদরুল আলম ফিট্টু ও আব্দুর রশিদ। এছাড়াও আওয়ামী লীগ নেতা শফিকুল আলম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট প্রমুখ উপস্থিত ছিলেন।