ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনায় পুলিশের অভিযানে নকল ওষুধ তৈরি কারখানার সন্ধান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:

দর্শনায় ওয়েস্ট ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ফার্মাসিটিক্যাল নামে ভেজাল ও নকল ওষুধ তৈরির এক কারখানার সন্ধান মিলেছে। এসময় অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির বিভিন্ন উপাদানসহ মেশিন জব্দ করা হয়। গতকাল বুধবার সকাল সাতটার দিকে দর্শনায় অভিযান চালিয়ে এ কারখানার সন্ধান পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার গোয়েন্দা পুলিশ।

জানা যায়, গতকাল সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১০-১২ জনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকায় ভাড়া করা একটি কক্ষে অভিযান চালান। এসময় পুলিশ নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মেশিন ও কিছু আয়ুর্বেদিক ওষুধ জব্দ করে।

ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশের এডিসি সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘আমরা এখানে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার তথ্য পেয়েছি। সে সূত্রে আমরা অভিযান চালাচ্ছি। আমরা নকল ওষুধ ও চোরাইকৃত মেশিন জব্দ করে নিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, গত সোমবার ঢাকার একটি ওষুধ কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালায় ডিএমপির ডিবি পুলিশ। সেখান থেকে দর্শনা জয়নগর গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে (৪৫) আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে ঢাকা থেকে দর্শনায় নিয়ে এসে দর্শনা পৌর এলাকায় ভাড়া করা একটি কক্ষে প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মেশিন জব্দ করা হয়েছে। এ অভিযান শেষে দর্শনা জয়নগর গ্রামের গিয়াস উদ্দিনকে আটক করে আবার ঢাকায় নিয়ে গিয়েছে ডিএমপি পুলিশ।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বলেন, ঢাকা থেকে ডিবির একটি দল এসেছে ভেজাল ও নকল ওষুধ কারাখানার সন্ধানে। এসে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মালামাল নিয়ে গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় পুলিশের অভিযানে নকল ওষুধ তৈরি কারখানার সন্ধান

আপলোড টাইম : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

দর্শনা অফিস:

দর্শনায় ওয়েস্ট ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ফার্মাসিটিক্যাল নামে ভেজাল ও নকল ওষুধ তৈরির এক কারখানার সন্ধান মিলেছে। এসময় অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির বিভিন্ন উপাদানসহ মেশিন জব্দ করা হয়। গতকাল বুধবার সকাল সাতটার দিকে দর্শনায় অভিযান চালিয়ে এ কারখানার সন্ধান পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার গোয়েন্দা পুলিশ।

জানা যায়, গতকাল সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১০-১২ জনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকায় ভাড়া করা একটি কক্ষে অভিযান চালান। এসময় পুলিশ নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মেশিন ও কিছু আয়ুর্বেদিক ওষুধ জব্দ করে।

ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশের এডিসি সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘আমরা এখানে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার তথ্য পেয়েছি। সে সূত্রে আমরা অভিযান চালাচ্ছি। আমরা নকল ওষুধ ও চোরাইকৃত মেশিন জব্দ করে নিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, গত সোমবার ঢাকার একটি ওষুধ কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালায় ডিএমপির ডিবি পুলিশ। সেখান থেকে দর্শনা জয়নগর গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে (৪৫) আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে ঢাকা থেকে দর্শনায় নিয়ে এসে দর্শনা পৌর এলাকায় ভাড়া করা একটি কক্ষে প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মেশিন জব্দ করা হয়েছে। এ অভিযান শেষে দর্শনা জয়নগর গ্রামের গিয়াস উদ্দিনকে আটক করে আবার ঢাকায় নিয়ে গিয়েছে ডিএমপি পুলিশ।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বলেন, ঢাকা থেকে ডিবির একটি দল এসেছে ভেজাল ও নকল ওষুধ কারাখানার সন্ধানে। এসে নকল ও ভেজাল ওষুধ তৈরি করার মালামাল নিয়ে গেছে।