ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দর্শনায় ডাকাতিসহ বিভিন্নি মামলায় ৫ জন গ্রেপ্তার

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০২:২৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৫ বার পড়া হয়েছে

দর্শনায় বিএনপি কর্মী রবিউল ইসলাম হেবার করা ডাকাতি ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের মামলায় কেরুজ মিলের সাঈদ ড্রাইভার ওরফে মোটা সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দর্শনা ইসলাম বাজার ভাড়া বাসা থেকে সাঈদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ চন্ডিপুর গ্রামের মৃত লোকমান সদ্দর্ারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সাঈদ গত ৪ আগস্ট দর্শনা বাসস্ট্যান্ড ৪ রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে মান্নান ও তোতার নেতৃত্বে লাটিসোঁটা ও বোমা হামলা করেন। তিনি কেরু মিল এলাকাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হয়ে দীর্ঘদিন ব্যাপক দাপট দেখিয়েছে আসছিল।
এছাড়া গহেরপুর মাঝিপাড়ার অমরেশ মাঝির ছেলে জিআর নম্বর ২৬২/২৪ মামলার আসামি শ্রী অরবিন্দ (৩৫), একই গ্রামের শ্রী রতন মাঝির ছেলে গউর কুমার (২৩), ভেমরা থানার বামেন গ্রাম বর্তমান ঠিকানা দোস্ত গ্রামের আব্দুর রশিদের ছেলে সিআর—৫৬৮/২৪ মামলার আসামি নাসির উদ্দিন (৪৩) ও হিজলগাড়ী বাজার পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে পলাশ (৩৮) ১২৬/২৩ নং সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ডাকাতিসহ বিভিন্নি মামলায় ৫ জন গ্রেপ্তার

আপলোড টাইম : ০২:২৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দর্শনায় বিএনপি কর্মী রবিউল ইসলাম হেবার করা ডাকাতি ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের মামলায় কেরুজ মিলের সাঈদ ড্রাইভার ওরফে মোটা সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দর্শনা ইসলাম বাজার ভাড়া বাসা থেকে সাঈদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ চন্ডিপুর গ্রামের মৃত লোকমান সদ্দর্ারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সাঈদ গত ৪ আগস্ট দর্শনা বাসস্ট্যান্ড ৪ রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে মান্নান ও তোতার নেতৃত্বে লাটিসোঁটা ও বোমা হামলা করেন। তিনি কেরু মিল এলাকাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হয়ে দীর্ঘদিন ব্যাপক দাপট দেখিয়েছে আসছিল।
এছাড়া গহেরপুর মাঝিপাড়ার অমরেশ মাঝির ছেলে জিআর নম্বর ২৬২/২৪ মামলার আসামি শ্রী অরবিন্দ (৩৫), একই গ্রামের শ্রী রতন মাঝির ছেলে গউর কুমার (২৩), ভেমরা থানার বামেন গ্রাম বর্তমান ঠিকানা দোস্ত গ্রামের আব্দুর রশিদের ছেলে সিআর—৫৬৮/২৪ মামলার আসামি নাসির উদ্দিন (৪৩) ও হিজলগাড়ী বাজার পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে পলাশ (৩৮) ১২৬/২৩ নং সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।