ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দর্শনায় ট্রেনের বগিতে মিলল ৩৫০ গ্রাম হেরোইন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

দর্শনা রেলস্টেশনে একটি ট্রেনের বগি থেকে ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান গতকাল সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিজিবি গোপনে সংবাদ পায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনে হেরোইন পাচার করা হবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার রাত দেড়টায় দর্শনা বিওপির কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলস্টেশনে অভিযান পরিচালনা করেন। এসময় রকেট মেইল ট্রেনের একটি বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি পলিথিনের ব্যাগ পান। পরে ব্যাগের ভেতর থেকে ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক আরও বলেন, এ ঘটনায় সুবেদার মো. নওশের আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ট্রেনের বগিতে মিলল ৩৫০ গ্রাম হেরোইন

আপলোড টাইম : ১০:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

দর্শনা রেলস্টেশনে একটি ট্রেনের বগি থেকে ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান গতকাল সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিজিবি গোপনে সংবাদ পায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনে হেরোইন পাচার করা হবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার রাত দেড়টায় দর্শনা বিওপির কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলস্টেশনে অভিযান পরিচালনা করেন। এসময় রকেট মেইল ট্রেনের একটি বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি পলিথিনের ব্যাগ পান। পরে ব্যাগের ভেতর থেকে ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক আরও বলেন, এ ঘটনায় সুবেদার মো. নওশের আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা করবেন।