ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গায় ঘর পাচ্ছেন ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের ও দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং-এ সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর। তিনি একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে। যেখানে বাংলাদেশে দারিদ্রতা থাকবে না। চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমি ও বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ১৬৬টি ঘর হস্তান্তর করা হবে। জমি, নামজারীসহ সকল কাগজপত্র একটি ফোল্ডার করে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। স্বামী ও স্ত্রী উভয়ের নামেই জমি লিখে দেওয়া হচ্ছে। এতে করে নারীর অধিকারও নিশ্চিত হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪২টি, আলমডাঙ্গায় ৩৭টি, জীবননগরে ৪৯টি ও দামুড়হুদায় ৩৮টি। তিনি আরও জানান, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে অর্থাৎ গত ঈদে ১৫১টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।’

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ মো. রাসেল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক মানিক আকবর, রফিকুল ইসলাম, শাহ আলম সনি, রফিক রহমান, ইসলাম রাকিব, আবুল হাসেম, জান্নাতুল আওলিয়া নিশি, আজাদুল ইসলাম, জিসান আহমেদ, জহির রায়হান, মেহেরাব্বিন সানভী, অনিক চক্রবর্তী প্রমুখ।

এদিকে, দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং-এ সভাপতিত্ব করে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, শাহ আলম সনি প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া জানান, সদর উপজেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪২টি ঘর হস্তান্তর করা হবে। তৃতীয় পর্যায়ে ঘরপ্রতি বরাদ্দ ছিলো ২ লাখ ৫৯ হাজার ৫ শ টাকা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গায় ঘর পাচ্ছেন ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

আপলোড টাইম : ০৮:১৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের ও দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং-এ সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর। তিনি একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে। যেখানে বাংলাদেশে দারিদ্রতা থাকবে না। চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমি ও বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ১৬৬টি ঘর হস্তান্তর করা হবে। জমি, নামজারীসহ সকল কাগজপত্র একটি ফোল্ডার করে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। স্বামী ও স্ত্রী উভয়ের নামেই জমি লিখে দেওয়া হচ্ছে। এতে করে নারীর অধিকারও নিশ্চিত হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪২টি, আলমডাঙ্গায় ৩৭টি, জীবননগরে ৪৯টি ও দামুড়হুদায় ৩৮টি। তিনি আরও জানান, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে অর্থাৎ গত ঈদে ১৫১টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।’

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ মো. রাসেল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক মানিক আকবর, রফিকুল ইসলাম, শাহ আলম সনি, রফিক রহমান, ইসলাম রাকিব, আবুল হাসেম, জান্নাতুল আওলিয়া নিশি, আজাদুল ইসলাম, জিসান আহমেদ, জহির রায়হান, মেহেরাব্বিন সানভী, অনিক চক্রবর্তী প্রমুখ।

এদিকে, দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং-এ সভাপতিত্ব করে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, শাহ আলম সনি প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া জানান, সদর উপজেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪২টি ঘর হস্তান্তর করা হবে। তৃতীয় পর্যায়ে ঘরপ্রতি বরাদ্দ ছিলো ২ লাখ ৫৯ হাজার ৫ শ টাকা।