ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

তিতুদহের আড়িয়া দাখিল মাদ্রাসার ভবনের উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২নং আড়িয়া দাখিল মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার চারতলা ভবনের প্রথম তলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। পরে মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

হাজী আলী আজগার টগর এমপি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশকে আরও উন্নত করতে সুশিক্ষার ভূমিকা অপরিসীম। তাই অন্যান্য কার্যক্রমের পাশাপাশি শিক্ষার মান উন্নত করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার ও চক্রান্ত চালানো হচ্ছে। ইতঃপূর্বে অনেকে সাধারণ মানুষের মধ্যে ধারণা দিয়েছিল আওয়ামী লীগ মানেই নাকি দাঁড়ি-টুপি পরিহিত মানুষদের বিরোধী। তবে সেটাও আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ সবাইকে শত্রুতায় পরিণত করে না। বরং ভালোবাসার বন্ধনে জড়িয়ে নেয়।

এমপি টগর বলেন, কোনো কিছুই আওয়ামী লীগকে থামাতে পারবে না। কারণ আওয়ামী লীগ মানেই উন্নয়ন আর উন্নয়ন। তাই দেশকে আরও উন্নয়নশীল করতে ও দেশের মানুষকে ভালো রাখতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে আঁকড়ে ধরুন।

মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু মিয়া ও গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রতিষ্ঠাতা ফারুক হোসেন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রিপন হোসেন, আওয়ামী লীগ নেতা ফাতুরুজ্জামান মাস্টার, লিটন মিয়া প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিতুদহের আড়িয়া দাখিল মাদ্রাসার ভবনের উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

আপলোড টাইম : ১০:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২নং আড়িয়া দাখিল মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার চারতলা ভবনের প্রথম তলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। পরে মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

হাজী আলী আজগার টগর এমপি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশকে আরও উন্নত করতে সুশিক্ষার ভূমিকা অপরিসীম। তাই অন্যান্য কার্যক্রমের পাশাপাশি শিক্ষার মান উন্নত করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার ও চক্রান্ত চালানো হচ্ছে। ইতঃপূর্বে অনেকে সাধারণ মানুষের মধ্যে ধারণা দিয়েছিল আওয়ামী লীগ মানেই নাকি দাঁড়ি-টুপি পরিহিত মানুষদের বিরোধী। তবে সেটাও আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ সবাইকে শত্রুতায় পরিণত করে না। বরং ভালোবাসার বন্ধনে জড়িয়ে নেয়।

এমপি টগর বলেন, কোনো কিছুই আওয়ামী লীগকে থামাতে পারবে না। কারণ আওয়ামী লীগ মানেই উন্নয়ন আর উন্নয়ন। তাই দেশকে আরও উন্নয়নশীল করতে ও দেশের মানুষকে ভালো রাখতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে আঁকড়ে ধরুন।

মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু মিয়া ও গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রতিষ্ঠাতা ফারুক হোসেন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রিপন হোসেন, আওয়ামী লীগ নেতা ফাতুরুজ্জামান মাস্টার, লিটন মিয়া প্রমুখ।