ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ডিঙ্গেদাহ বাজারে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে মোমিন মালিতা

সংগ্রাম এখনো শেষ হয়নি, ছাত্রদলকে সজাগ থাকতে হবে

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নির্দেশ দাতা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের নেতা জুয়েল রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, ‘স্বৈরশাসকের দোসরদের হাতে অবৈধ টাকা ও অস্ত্র রয়েছে, তারা সুযোগ পেলেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। দীর্ঘ দেড় যুগ ধরে যে সংগ্রাম চলছে, তা এখনো শেষ হয়নি। ছাত্রদলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধ্বসে যাওয়া বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। জেলা বিএনপির দুই দিকপাল জননেতা মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় জেলা ছাত্রদল তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।’
সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রমজান আলী, সহসাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান রাজ ও শফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান সোহাগ, রাশেদ হাসান তুহিন, আরিফুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদলের নেতা হাসানুজ্জামান হাসান, মিজানুর রহমান, রাসেল, রানা, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদলের নেতা সাকিব আল হাসান, তাজ উদ্দিন, নিয়ন মোল্লা, আরাফাত হোসেন, রাজিব আহমেদ, মুয়াদ আল মাসউদ, মাঈন, রিজন, আকাশ ও রকিবুল।
সমাবেশের পূর্বে বিক্ষোভ মিছিলটি ডিঙ্গেদাহ বাজার থেকে শুরু হয়ে হাটখোলা বাজার হয়ে ডিঙ্গেদাহ চৌরাস্তার গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাই, আমিন আহমেদ এবং যুবদল নেতা সোহেল আহমেদ ও রফিকুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ডিঙ্গেদাহ বাজারে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে মোমিন মালিতা

সংগ্রাম এখনো শেষ হয়নি, ছাত্রদলকে সজাগ থাকতে হবে

আপলোড টাইম : ০৯:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নির্দেশ দাতা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের নেতা জুয়েল রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, ‘স্বৈরশাসকের দোসরদের হাতে অবৈধ টাকা ও অস্ত্র রয়েছে, তারা সুযোগ পেলেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। দীর্ঘ দেড় যুগ ধরে যে সংগ্রাম চলছে, তা এখনো শেষ হয়নি। ছাত্রদলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধ্বসে যাওয়া বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। জেলা বিএনপির দুই দিকপাল জননেতা মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় জেলা ছাত্রদল তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।’
সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রমজান আলী, সহসাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান রাজ ও শফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান সোহাগ, রাশেদ হাসান তুহিন, আরিফুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদলের নেতা হাসানুজ্জামান হাসান, মিজানুর রহমান, রাসেল, রানা, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদলের নেতা সাকিব আল হাসান, তাজ উদ্দিন, নিয়ন মোল্লা, আরাফাত হোসেন, রাজিব আহমেদ, মুয়াদ আল মাসউদ, মাঈন, রিজন, আকাশ ও রকিবুল।
সমাবেশের পূর্বে বিক্ষোভ মিছিলটি ডিঙ্গেদাহ বাজার থেকে শুরু হয়ে হাটখোলা বাজার হয়ে ডিঙ্গেদাহ চৌরাস্তার গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাই, আমিন আহমেদ এবং যুবদল নেতা সোহেল আহমেদ ও রফিকুল ইসলাম।