ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি

ট্রাকের বডি কেটে চালকের লাশ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও দামুড়হুদা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ও বেলা সাড়ে ১১টার দিকে চাকুলিয়া গ্রামের শেষপাড়ায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ঝিনাইদহ পৌর এলাকা খাজুরা পশ্চিমপাড়ার গ্রামের মৃত সুলতানের ছেলে রাজন (২৬) ও চাকুলিয়া গ্রামের মৃত আজির বক্সের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টেংরা (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সারভর্তি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিলেন ট্রাকচালক রাজন। সকাল ছয়টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক কেটে রাজনের লাশ উদ্ধার করে। পরে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সুরতহাল প্রতিবেদন শেষে রাজনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী এক যুবক বলেন, ‘ভোরে একটি বিকট শব্দ শুনতে পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি একটি ট্রাক রাস্তার পাশের বড় গাছের সঙ্গে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকের ভেতর চালক তখনও বেঁচে ছিল। আমি ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের বড়ি কেটে চালককে বাইরে বের করে। তবে ততক্ষণে তার মৃত হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গতকাল বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চাকুলিয়া গ্রামে ফিরছিলেন লুৎফর রহমান। পথের মধ্যে গ্রামের শেষপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন লুৎফর রহমান। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে লুৎফর রহমানের মৃত্যু হয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, চাকুলিয়া গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় জখম লুৎফর রহমানের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি নিজ মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি

ট্রাকের বডি কেটে চালকের লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৪:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও দামুড়হুদা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ও বেলা সাড়ে ১১টার দিকে চাকুলিয়া গ্রামের শেষপাড়ায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ঝিনাইদহ পৌর এলাকা খাজুরা পশ্চিমপাড়ার গ্রামের মৃত সুলতানের ছেলে রাজন (২৬) ও চাকুলিয়া গ্রামের মৃত আজির বক্সের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টেংরা (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সারভর্তি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিলেন ট্রাকচালক রাজন। সকাল ছয়টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক কেটে রাজনের লাশ উদ্ধার করে। পরে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সুরতহাল প্রতিবেদন শেষে রাজনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী এক যুবক বলেন, ‘ভোরে একটি বিকট শব্দ শুনতে পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি একটি ট্রাক রাস্তার পাশের বড় গাছের সঙ্গে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকের ভেতর চালক তখনও বেঁচে ছিল। আমি ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের বড়ি কেটে চালককে বাইরে বের করে। তবে ততক্ষণে তার মৃত হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গতকাল বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চাকুলিয়া গ্রামে ফিরছিলেন লুৎফর রহমান। পথের মধ্যে গ্রামের শেষপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন লুৎফর রহমান। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে লুৎফর রহমানের মৃত্যু হয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, চাকুলিয়া গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় জখম লুৎফর রহমানের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি নিজ মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।