ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় গাছের গুঁড়ি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহাসিন (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কের সাদা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহাসিন আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের চকহারদি গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। মহাসিন জীবিকার জন্য পরিবার নিয়ে কালিদাসপুর গ্রামে বাসাভাড়া করে বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসিন ভ্যান চালিয়ে ভাড়া মেরে এসে রাস্তার পাশে দাঁড়ানোর সাথে সাথেই চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী কাঠের গুঁড়ি বোঝাই (ঢাকা মেট্রো-ট ১৮-৫৮৮৭ নম্বর) একটি ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে সাথে সাথে চিৎকার করে রাস্তার ওপর পড়ে যান তিনি। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী চা-দোকানি বলেন, ‘চিৎকার শুনে আমরা দোকান থেকে বের হই। এসে দেখি গাড়ির ড্রাইভার গাড়ি থেকে ঝাপ দিয়ে পালাচ্ছেন। আমরা ধাওয়া করি, কিন্তু তাকে ধরতে পারিনি।’

নিহত মহসিনের স্ত্রী রিনা খাতুন বলেন, ‘আমার সংসারে আমার স্বামীই ছিল একমাত্র কর্মক্ষম। আমার স্বামী বাড়ি থেকে সন্ধ্যার আগে ভাত খেয়ে ভাড়া মারার জন্য বের হয়েছিল। কিন্তু কীভাবে কী হয়ে গেল, এখন আমার সংসারের কী হবে? আমার দুই ছেলের দায়িত্ব কে নেবে? আমার ও আমার সন্তানদের দেখার আর কেউ রইল না দুনিয়াতে। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার স্বামী বলে এসেছিল, আজ ভাড়া মেরে টাকা দিয়ে ছেলের জন্য ফল কিনে বাড়ি যাবে।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর ইউনিয়নের সাদা ব্রিজের নিকট কাঠ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মারা গেছে, এমন সংবাদের সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। বর্তমানে লাশ থানা হেফাজতে আছে। পরবর্তীতে আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

আপলোড টাইম : ০৯:০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় গাছের গুঁড়ি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহাসিন (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কের সাদা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহাসিন আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের চকহারদি গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। মহাসিন জীবিকার জন্য পরিবার নিয়ে কালিদাসপুর গ্রামে বাসাভাড়া করে বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসিন ভ্যান চালিয়ে ভাড়া মেরে এসে রাস্তার পাশে দাঁড়ানোর সাথে সাথেই চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী কাঠের গুঁড়ি বোঝাই (ঢাকা মেট্রো-ট ১৮-৫৮৮৭ নম্বর) একটি ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে সাথে সাথে চিৎকার করে রাস্তার ওপর পড়ে যান তিনি। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী চা-দোকানি বলেন, ‘চিৎকার শুনে আমরা দোকান থেকে বের হই। এসে দেখি গাড়ির ড্রাইভার গাড়ি থেকে ঝাপ দিয়ে পালাচ্ছেন। আমরা ধাওয়া করি, কিন্তু তাকে ধরতে পারিনি।’

নিহত মহসিনের স্ত্রী রিনা খাতুন বলেন, ‘আমার সংসারে আমার স্বামীই ছিল একমাত্র কর্মক্ষম। আমার স্বামী বাড়ি থেকে সন্ধ্যার আগে ভাত খেয়ে ভাড়া মারার জন্য বের হয়েছিল। কিন্তু কীভাবে কী হয়ে গেল, এখন আমার সংসারের কী হবে? আমার দুই ছেলের দায়িত্ব কে নেবে? আমার ও আমার সন্তানদের দেখার আর কেউ রইল না দুনিয়াতে। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার স্বামী বলে এসেছিল, আজ ভাড়া মেরে টাকা দিয়ে ছেলের জন্য ফল কিনে বাড়ি যাবে।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর ইউনিয়নের সাদা ব্রিজের নিকট কাঠ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মারা গেছে, এমন সংবাদের সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। বর্তমানে লাশ থানা হেফাজতে আছে। পরবর্তীতে আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।