ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ থেকে সরকারি সার বোঝাই ট্রাক চুরি, খাড়াগোদায় নিয়ত্রণ হারিয়ে

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ০৯:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / ৪৩ বার পড়া হয়েছে

যশোরের নওয়াপাড়া ট্রেডার্স থেকে ট্রাক বোঝায় করে সরকারি ইউরিয়া সার নিয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে ড্রাইভারের অনুপস্থিতিতে গাড়িসহ সার চুরি করতে গিয়ে ধরা পড়ে আত্মগোপন করেছেন চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া গ্রামের শিপন মিয়া নামের একজন কথিত হেলপার। ঝিনাইদহ থেকে চুরির উদ্দেশ্য ট্রাকটি নিয়ে আসার পথের মধ্যে খাড়াগোদা বাজারের সন্নিকটে পৌঁছালে একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে সার বোঝায় ট্রাকটি উল্টে যায়। এরপর থেকে গা-ঢাকা দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া উল্টানো গাড়ির ফটো কয়েকজন যুবক ফেসবুকে পোস্ট করায় সহজে গাড়ির সন্ধান পেয়েছেন বলে জানান গাড়ির মালিক সালাউদ্দীন।

জানা গেছে, যশোর নওয়াপাড়া থেকে ৬৬০ বস্তা ইউরিয়া সার বোঝাই ট্রাক কুড়িগ্রাম বাফাস গোডাউনে নিয়ে যাওয়ার পথে ঝিনাইদহ থেকে হেলপার শিপন আলী কৌশলে চুরি করে নিয়ে আসার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজার পাড়ার নিকটে দুর্ঘটনায় পড়ে। পরে স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ সারসহ ট্রাকটি হেফাজতে নেন।

ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গার সাতগাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে সালাম হোসেন। তাঁর স্ত্রী অসুস্থ থাকার কারণে হেলপারের কাছে গাড়ি রেখে তিনি বাড়িতে যান। আর এ সুযোগে হেলপার শিপন সার বোঝাই ট্রাকটি চুরির উদ্দেশ্য বড়শলুয়া নিয়ে যাওয়ার পথে খাড়াগোদা বাজার পাড়ার নিকটে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ট্রাক মালিক জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার সার ও ট্রাক বলে শনাক্ত করেন।

এই ঘটনার পর হেলপার শিপন পলাতক রয়েছেন। বিষয়টি জানার পর চুয়াডাঙ্গা-ট-১১০২৩৬ নম্বর গাড়িটির মালিক সালাউদ্দীন ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া গাড়িটি ফিরে পেয়েছেন বলে জানান এবং জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তিতুদহ ক্যাম্পের আইসি আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শোনার পর আমার ফোর্সকে পাঠায়। ট্রাকের মালিকের কাছে চালান কপি দেখার পর ছেড়ে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি বড়শলুয়াতে একজন কীটনাশক ব্যবসায়ী নাকি হেলপারের সাথে হাত করে সার চুরির পরিকল্পনা করেছে, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ থেকে সরকারি সার বোঝাই ট্রাক চুরি, খাড়াগোদায় নিয়ত্রণ হারিয়ে

আপলোড টাইম : ০৯:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

যশোরের নওয়াপাড়া ট্রেডার্স থেকে ট্রাক বোঝায় করে সরকারি ইউরিয়া সার নিয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে ড্রাইভারের অনুপস্থিতিতে গাড়িসহ সার চুরি করতে গিয়ে ধরা পড়ে আত্মগোপন করেছেন চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া গ্রামের শিপন মিয়া নামের একজন কথিত হেলপার। ঝিনাইদহ থেকে চুরির উদ্দেশ্য ট্রাকটি নিয়ে আসার পথের মধ্যে খাড়াগোদা বাজারের সন্নিকটে পৌঁছালে একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে সার বোঝায় ট্রাকটি উল্টে যায়। এরপর থেকে গা-ঢাকা দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া উল্টানো গাড়ির ফটো কয়েকজন যুবক ফেসবুকে পোস্ট করায় সহজে গাড়ির সন্ধান পেয়েছেন বলে জানান গাড়ির মালিক সালাউদ্দীন।

জানা গেছে, যশোর নওয়াপাড়া থেকে ৬৬০ বস্তা ইউরিয়া সার বোঝাই ট্রাক কুড়িগ্রাম বাফাস গোডাউনে নিয়ে যাওয়ার পথে ঝিনাইদহ থেকে হেলপার শিপন আলী কৌশলে চুরি করে নিয়ে আসার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজার পাড়ার নিকটে দুর্ঘটনায় পড়ে। পরে স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ সারসহ ট্রাকটি হেফাজতে নেন।

ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গার সাতগাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে সালাম হোসেন। তাঁর স্ত্রী অসুস্থ থাকার কারণে হেলপারের কাছে গাড়ি রেখে তিনি বাড়িতে যান। আর এ সুযোগে হেলপার শিপন সার বোঝাই ট্রাকটি চুরির উদ্দেশ্য বড়শলুয়া নিয়ে যাওয়ার পথে খাড়াগোদা বাজার পাড়ার নিকটে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ট্রাক মালিক জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার সার ও ট্রাক বলে শনাক্ত করেন।

এই ঘটনার পর হেলপার শিপন পলাতক রয়েছেন। বিষয়টি জানার পর চুয়াডাঙ্গা-ট-১১০২৩৬ নম্বর গাড়িটির মালিক সালাউদ্দীন ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া গাড়িটি ফিরে পেয়েছেন বলে জানান এবং জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তিতুদহ ক্যাম্পের আইসি আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শোনার পর আমার ফোর্সকে পাঠায়। ট্রাকের মালিকের কাছে চালান কপি দেখার পর ছেড়ে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি বড়শলুয়াতে একজন কীটনাশক ব্যবসায়ী নাকি হেলপারের সাথে হাত করে সার চুরির পরিকল্পনা করেছে, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখব।’